Saturday, July 27, 2024

Gun in School Bag: নাইনের ছেলের ব্যাগে বিড়ি, গুটকা, বন্দুক! চমকে উঠল পূর্ব মেদিনীপুরের স্কুল

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: হাতে বন্দুক নিয়ে সহপাঠীদের চমকে বেড়াচ্ছে ক্লাশ নাইনের ছাত্র, যা দেখে আক্কেল গুড়ুম শিক্ষক-শিক্ষিকাদের। তড়িঘড়ি খবর দেওয়া হল পুলিশকে। পুলিশ এসে ছাত্রের ব্যাগ খুঁজে বন্দুক তো পেলই সঙ্গে উদ্ধার হল বিড়ি ও গুটকার প্যাকেট! শনিবার দুপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে। স্কুল পড়ুয়ার এমন আচরণে উদ্বিগ্ন বাসুদেবপুর মহারাজা নন্দকুমার হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বাধ্য হয়ে শেখ ইয়াসিন নামের ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। পুলিশের ডাক পেয়ে নন্দকুমার থানায় এসে পৌঁছান ছাত্রের বাবা শেখ জাকির হোসেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় , সে ব্যাপারে বাবা-ছেলেকে সতর্ক করেছে পুলিশ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

তবে আশার কথা, হুবহুব বন্দুকের মত দেখতে হলেও বন্দুকটি আসলে খেলনা বন্দুক বলেই জানা গেছে। তবুও ঝুঁকি নেয়নি পুলিশ। বাজেয়াপ্ত করে নিয়ে গেছে পরীক্ষার জন্য। বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে সেটা। নন্দকুমার থানার ওসি মনোজকুমার ঝাঁ বলেন, ‘ আসল বন্দুকের মতো দেখতে হলেও আসলে সেটি বেলুন ফাটানোর খেলনা বন্দুক। তবু এতে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। ছাত্রের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই আমরা ওই ছাত্র ও তার বাবাকে সতর্ক করেছি।’ পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রের বাবা জাকির হোসেনের পুরোনো লোহালক্কড় সংগ্রহের ব্যবসা। সেই সূত্রেই এসেছিল ওই খেলনা বন্দুকটি। বাড়িতেই রাখা ছিল সেটি। বিচ্ছু ইয়াসিন সেটাকেই স্কুলে নিয়ে এসে বন্ধুদের দেখায়। ভয় পেয়ে যায় পড়ুয়ারা।

হাঁফ ছেড়ে বেঁচেছে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভবতোষ ভুঁইয়া শিক্ষক বলেন, ‘খুবই উদ্বেগজনক ঘটনা। ব্যাগের মধ্যে বন্দুক ছাড়াও ওই পড়ুয়ার পকেট থেকে বিড়ি ও গুটখার প্যাকেট পাওয়া গিয়েছে। আমাদের তো শাসন করা বারণ। তাই আমরা কিছু করতে পারছি না। পুলিশের ধমকেও তার আচরণের পরিবর্তন হবে না। যদি না ওর অভিভাবক দায়িত্ব না নেন।’ অনেকে অবশ্য মজা করে বলেছেন, লকডাউনে আরও কত কিছু শিখেছে ছেলেরা কে জানে?

- Advertisement -
Latest news
Related news