Saturday, April 20, 2024

Minor Girl: পশ্চিম মেদিনীপুরে হোলির মধ্যেই নাবালিকা ভাইঝিকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার জেঠু

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান : সবাই যখন হোলির উৎসবে ব্যস্ত তখন নিজেরই নাবালিকা ভাইঝিকে ধর্ষণের চেষ্টা করে গ্রেফতার হল জেঠু। পশ্চিম মেদিনীপুরের সবং থানার বলরামপুর গ্রামের এই জঘন্য ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ধৃত ব্যক্তির চরম শাস্তির দাবি করেছে ওই নাবালিকার প্রতিবেশীরা। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলরামপুরের শবর পল্লীতে। সারাদিন রঙ খেলার আনন্দের পর সন্ধ্যা বেলায় বাড়িতে বাড়িতে হোলির ভোজের আয়োজন চলছিল সেই সময় ঘটনাটি ঘটায় অনুপ মল্লিক নামে ওই ধৃত ব্যক্তি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

নাবালিকা ওই কন্যার বয়স মাত্র ৬ বছর বলে জানা গেছে। পাড়া জুড়ে আনন্দের উৎসব চলায় ওই সময় অনুপের বাড়িতে কেউ ছিলনা। ছয় বছরের নাবালিকা প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় তার জেঠু। এরপরই তার সাথে নোংরামি শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে মেয়েটিকে দেখা যাচ্ছেনা দেখে মেয়েটির খোঁজ করতে শুরু করে তার মা। অন্য বাচ্চাদের কাছ থেকে জানতে পারে মেয়েটি তার জেঠুর সঙ্গে কোথাও গেছে। নাবালিকার মা এবার নিজের ভাসুরের ঘরে গিয়ে দেখে নাবালিকার সাথে নোংরামি করার চেষ্টা করছে ভাসুর। মায়ের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। পাকড়াও করা হয় অনুপকে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পঞ্চায়েত ও প্রতিবেশীদের সহযোগিতায় ওই নাবালিকাকে চিকিৎসার জন্য সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সবং থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার সকালে গ্রেফতার করেছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে সকাল থেকেই মদ্যপ অবস্থায় দেখা গিয়েছিল অনুপকে। তারপর কখন সে আলাদা করে তার ভাইয়ের মেয়ে কে নিয়ে চলে গেছিল কারও নজরে পড়েনি। অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়েছেন স্থানীয় জনতাও।

- Advertisement -
Latest news
Related news