Saturday, July 27, 2024

Pingla Girls: মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম পিংলার কন্যাশ্রী কীর্তিময়ী ছাত্রী শ্রেয়শী! খুশির হওয়া পরিবারে

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: ২০২২ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। এবারের মেধাতালিকায় উল্লেখযোগ্য ভাবে স্থান পেলো পশ্চিম মেদিনীপুর জেলার নাম! মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় ,সপ্তম ও অষ্টম স্থান অধিকার করে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করেছেন কীর্তিমান ও কীর্তিময়ী ছাত্রছাত্রীরা। সেই জয় বা মেধার বিকাশ অব্যাহত জেলায়!

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ধনেশ্বরপুর রাখাল চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রতিভাবান ছাত্রী শ্রেয়শী ভূঁইয়া ৬৮৬ নং প্রাপ্ত করে রাজ্যের মধ্যে অষ্টম স্থানধিকার করেছে এবং গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে মেয়েদের মধ্যে জেলায় প্রথম স্থানধিকারী হলেন এই ছাত্রী,
তাঁর বাড়ি পিংলার বাসুদেবপুর এলাকায়। ছাত্রীর বাবা ব্রজগোপাল ভূঁইয়া তিনি একজন শিক্ষক। তিনি জানিয়েছেন, মেয়ের পরীক্ষায় এমন প্রাপ্ত রেজাল্টে বেশ উচ্ছ্বাসিত গোটা পরিবার।

ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা ও মিষ্টি মুখ জানাতে বাড়িতে উপস্থিত হয়েছেন অনেকেই। তিনি আরোও জানিয়েছেন, ‘গৃহ শিক্ষকের অবদান পাশাপাশি মেয়ের কঠিন পরিশ্রমের ফলেই এই আকাঙ্ক্ষিত রেজাল্ট নিশ্চিত হয়েছে।’
স্বাভাবতই পিংলা তথা সারা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এখন খুশির বন্যা বইছে!

- Advertisement -
Latest news
Related news