Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Jhargram Weather: আবারও নিম্নচাপের ভ্রুকুটি, খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে ফের বৃষ্টি রবিবার সোমবার! কড়া শীত আসছে ডিসেম্বরে

Before the severe winter came, it went back again. A newly created depression and another impending depression stopped the temperature drop for a few more days. As a result, the winter that had entered the state prematurely has now disappeared and a slight chilliness. In the north wind, the temperature rose again in Kharagpur, Medinipur and Jhargram. The minimum temperature near Kharagpur Medinipur town was 16.2 degrees Celsius on Friday. The maximum temperature is 30.01 degrees Celsius. That means both day and night temperatures are rising. As a result, the feeling of winter may decrease. The meteorological department said that although the sky was clear on Saturday, there is a possibility of light rain in Kolkata, South 24 Parganas, two Midnapore and Jhargram from Sunday. Why this situation? In the north, the meteorological department said a depression had formed in the Arabian Sea along with the South Bay. Which is heading towards the coast of Andhra Pradesh, Tamil Nadu. As a result, a lot of water vapor will enter. With that, the power of Pubali wind will increase. Due to which there is a possibility of scattered rain in coastal areas including Kolkata on Sunday and Monday. For this reason, the temperature is not likely to decrease for the time being, but the temperature may rise.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: জোরালো শীত আসার আগেই ফের পিছিয়ে গেল। নতুন করে তৈরি হওয়া একটি নিম্নচাপ ও তৈরি হতে যাওয়া আরও একটি নিম্নচাপ তাপমাত্রার পতন থমকে দিল আরও কয়েকটা দিন। ফলে রাজ্যে সময়ের আগেই ঢুকে পড়েছিল যে শীত তা এখন উধাও হয়ে সামান্য শীত-শীতভাব। উত্তুরে হাওয়ার মধ্যেই খড়গপুর মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফের বাড়ল তাপমাত্রা। শুক্রবার খড়গপুর মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা 30.01 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রা দুইই বাড়ছে। ফলে কমছে পারে শীতের অনুভূতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার মূলত আকাশ পরিষ্কার থাকলেও রবিবার থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কেন এই পরিস্থিতি? উত্তরে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের সঙ্গে আরব সাগরেও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। সেই সঙ্গে পুবালি হাওয়ার দাপট বাড়বে। যার জেরে রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। যে কারনে এখন আপাতত আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে তাপমাত্রা।

হওয়া অফিস জানাচ্ছে তাপমাত্রা কমার পথে বাধা দিচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিস সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষে আরব সাগরে এবং মধ্য বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করবে। ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে পারে রাজ্যে। বাধা পাবে শীত। ১৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীত পড়তে পারে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে হওয়া অফিসের আশ্বাস, শনিবার পর্যন্ত মনোরম পরিবেশ থাকবে। স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শীতের আমেজ আরও একটু বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন। ফের সপ্তাহান্তে মেঘলা আকাশের সম্ভাবনা। বাড়বে রাতের তাপমাত্রা।আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, রবিবার রাত থেকে সোমবার এর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর শহর উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। অপর নিম্নচাপটি পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে।

ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD জানিয়েছে দুটি অক্ষরেখার একটি কর্নাটকের উপকূলে নিম্নচাপ এলাকায় আছে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর দিয়ে গেছে। অপর অক্ষরেখা টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, রাজস্থানে তাপমাত্রা বাড়বে। ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাডু, পুদুচেরী, কেরল, করাইকাল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া ও কঙ্কনে।

সব মিলিয়ে আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুযায়ী সোমবার থেকে যেমন দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তেমনই মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুতে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে।

- Advertisement -
Latest news
Related news