Saturday, July 27, 2024

Kharagpur-Midnapore Weather: ফের নিম্নচাপ, রবিবার ভারী বৃষ্টি খড়গপুর ও মেদিনীপুরে! বৃষ্টি হবে ঝাড়গ্রামেও

The weather has changed since Saturday evening. Heavy rains have started in nearby areas including Medinipur and Kharagpur but the rainfall is expected to intensify on Sunday. According to the sources of the Meteorological Department, due to the deep low pressure again in the Bay of Bengal, there is a possibility of heavy rain in the entire West Medinipur, including Medinipur, Kharagpur on Sunday. It will also rain in East Medinipur and Jhargram. It is to be noted that the rain has started showing strength since Saturday afternoon. Alipore Weather Office says that rain is going to increase in North and South Bengal due to the effect of low pressure. It is said that the sky will be partly cloudy in the city on Saturday. Light rain with thundershowers is also possible. Chance of change in weather (Weather Update) after afternoon. Rain will increase in Bengal on Sunday.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শনিবার সন্ধ্যা থেকেই বদলে গেছে আবহাওয়া। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে মেদিনীপুর ও খড়গপুর সহ সন্নিহিত অঞ্চলে কিন্তু রবিবার এই বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপের দরুন রবিবার মেদিনীপুর, খড়গপুর সহ সমগ্র পশ্চিম মেদিনীপুরেই রবিবার ভারী বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বৃষ্টি হবে। উল্লেখ্য শনিবার দুপুরের পর থেকেই দাপট দেখাতে শুরু করেছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বাড়তে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বলা হয়েছে শনিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিকেলের পরই আবহাওয়া (Weather Update) পরিবর্তনের সম্ভাবনা। রবিবার বৃষ্টি বাড়বে বঙ্গে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বেশি থাকায় জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শনিবার বিকেলের পর থেকেই উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশ কিছুটা বাড়তে চলেছে। জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘণীভূত হচ্ছে। শনিবার দুপুরের পর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে মৌসম ভবন। এটি পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম দিকে আরও শক্তিশালী হয়ে এগোবে।

দক্ষিণবঙ্গে রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার দুপুরের পর থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়লেও তাপমাত্রা প্রায় একই থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও কিছুটা বাড়তে পারে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন। দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী চারদিন বৃষ্টির রেশ থাকতে পারে বলেও জানানো হয়েছে।

- Advertisement -
Latest news
Related news