Saturday, July 27, 2024

Kharagpur Local Train: খড়গপুরেই থেকে যাবে লোকাল ট্রেন! আর যাবেনা মেদিনীপুর

The route of 12 local trains is being cut till December 20. Howrah-Medinipur local train service will run from Howrah to Kharagpur only from 18th to 20th of this month. According to a guideline issued by South Eastern Railway, modernization work has started at Gokulpur station of Howrah-Kharagpur division. That is why the local train was limited to Khargpur.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আর হাওড়া থেকে আর যাওয়া যাবে না মেদিনীপুর। আপাতত খড়্গপুর পর্যন্তই চলবে লোকাল ট্রেন। রেলের যাত্রাপথে আসছে বদল। শুক্রবার এমনই ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল।হাওড়া-খড়গপুর ডিভিশনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৬ জোড়া লোকাল ট্রেনের যাত্রা পথে বদল করা হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ১২ টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রা পথ কাটছাঁট করা হচ্ছে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত হাওড়া থেকে কেবল খড়গপুরই পর্যন্ত চালু থাকবে হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের তরফ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, হাওড়া-খড়গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। সে কারণেই লোকাল ট্রেন খড়্গপুর পর্যন্ত সীমিত করা হল।

তিন দিনের জন্য হাওড়া থেকে ছেড়ে কেবল মাত্র খড়্গপুর স্টেশন পর্যন্তই যাবে এই ট্রেনগুলি। শুধু তাই নয়। একই ভাবে ডাউন ট্রেনগুলিও খড়্গপুর থেকেই ছাড়বে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী হাওড়ামুখী মেদিনীপুর লোকালগুলি খড়গপুর স্টেশন থেকেই হাওড়ার উদ্দেশে রওনা দেবে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। এর আওতায় পড়তে চলেছে, নিম্নলিখিত ট্রেনগুলি

28801হাওড়া-মেদিনীপুর লোকাল, 38803 হাওড়া -মেদিনীপুর লোকাল, 38809 হাওড়া-মেদিনীপুর লোকাল, 38811, হাওড়া-মেদিনীপুর লোকাল, 38815 হাওড়া-মেদিনীপুর লোকাল, 38817 হাওড়া-মেদিনীপুর লোকাল, 38806 মেদিনীপুর -হাওড়া লোকাল, 38810 মেদিনীপুর-হাওড়া লোকাল, 38816 মেদিনীপুর-হাওড়া লোকাল,
38818 মেদিনীপুর -হাওড়া লোকাল, 38822 মেদিনীপুর -হাওড়া লোকাল, 38824 মেদিনীপুর -হাওড়া লোকাল।

রেলের এই সিদ্ধান্তের ফলে প্রায় কয়েক হাজার যাত্রী ভোগান্তির মুখে পড়তে পারেন বলে মনে করছেন নিত্যযাত্রীরা। যদিও রেলের তরফে জানানো হয়েছে খড়গপুর ও মেদিনীপুরের মধ্যবর্তী এই গোকুলপুর স্টেশনের আধুনিকীকরনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ওই পথে ট্রেন যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ন ও সাবলীল হয়ে পড়বে। এখন বিভিন্ন কারনে ট্রেনগুলিকে ওই স্টেশনে দাঁড় করিয়ে রাখতে হয়। এরপর আর তা হবেনা। মাত্র কয়েকদিন একটু অসুবিধা সামলে নিলেই এই রুটে ট্রেন সফর মসৃন হয়ে উঠবে।

রেলের এই সিদ্ধান্তের ফলে ট্রেন যাত্রীদের বিকল্প যাত্রা হিসাবে খড়গপুর সেন্ট্রাল বাস ট্রামিনাস থেকে বাস ধরতে হবে অথবা খড়গপুরে আসার জন্য মেদিনীপুর থেকে বাস ধরতে হবে। দুই শহরের মধ্যে বাসে সময়ের দূরত্ব প্রায় ৪৫মিনিট। করোনা কাল কাটিয়ে বাস যাত্রাও পুরোদমে শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও রেহাই মিলবে বাস থাকায়।

- Advertisement -
Latest news
Related news