Saturday, July 27, 2024

Kolaghat Thermal Project : নেতারা এসি রুম চায়, ফলের জুস আর চিকেন তন্দুরি খায়! কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমুল নেতাদের আদ‍্যশ্রাদ্ধ করে লিফলেট

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: “গোটা জেলা জুড়ে লুট চালাচ্ছে তৃনমূল নেতারা, তোলা তুলছে আর মহফিল করছে। এসিরুম, ফলের জুস আর চিকেন তন্দুরি খাচ্ছে আর শ্রমিকদের অবস্থা করুন থেকে করুনতর হচ্ছে। নেতারা শ্রমিকদের পরিবর্তে ঠিকাদারদের স্বার্থ রক্ষা করছে। ঠিকাদাররা কোটি কোটি টাকার গাড়ি বাড়ি জায়গা জমি সোনার দোকান করছে আর শ্রমিকদের লুটেপুটে শেষ করে দিচ্ছে। নেতারা ঠিকাদারদেরই তেল মারছে। ঠিকাদারদের ছেলেমেয়েরা সন্তান আর শ্রমিকের ছেলেমেয়েরা সব যেন অনাথ।” পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের (কেটিপিপি) অভ্যন্তরে তৃনমূল শ্রমিক নেতাদের আদ‍্যশ্রাদ্ধ করে এমনই লিফলেটে ছয়লাপ পুরো প্ল্যান্ট। বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই লিফলেট ছড়িয়েছে তা জানতে পারা গেলেও এটা বুঝতে অসুবিধা হয়না যে শ্রমিকনেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের প্রকাশ ওই লিফলেট।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

সোমবার কেটিপিপির অভ্যন্তরে ছড়িয়ে পড়া এই অসংখ্য লিফলেটের ছত্রে ছত্রে তৃনমূল নেতা, ঠিকাদার এবং তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং ক্রোধ উগরে দেওয়া হয়েছে। কোথাও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে দেখা গিয়েছে ছাপার অযোগ্য গালাগালির প্রকাশ। বলা হয়েছে শ্রমিকদের অভিযোগ শোনার জন্য আইএনটিটিইউসির রাজ্য কমিটির পক্ষ থেকে একটি হোয়াটস্যাপ নম্বর দেওয়া হয়েছিল। সেখানে কেউ অভিযোগ জানালেই জুটছে হুমকি। সেই অভিযোগ রাজ্য নেতারা জেলা নেতাদের বলছে আর জেলা নেতারা হলদিয়াতে তোলা তুলতেই ব্যস্ত। নেতাদের সম্পর্কে বলা হয়েছে, ‘এরা শুধু হলদিয়া, দুর্গাপুর আসানসোলে বড়বড় শিল্পপতির দালালি করবে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কিংবা সিমেন্ট কারখানার মত শিল্প নিয়ে আসবেনা।’ বলা হয়েছে, তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ ঠিকাদারদের পক্ষ নিয়ে শ্রমিকদের সাথে ইতরের মত ব্যবহার করে।

গত চারবছর এই বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের কোনও কমিটি নেই বলে দাবি করে বলা হয়েছে যে, মাঝে যদিও একটি কমিটি তৈরি করা হয়েছিল তাও ভেঙে দেওয়া হয়েছে। ফলে শ্রমিকদের কথা শোনার মত কেউ নেই। আর তারই সুযোগ নিচ্ছে ঠিকাদার ও কর্তৃপক্ষ। এরা সবাই মিলে শ্রমিকদের লুটেপুটে খেয়ে নিচ্ছে। যেন হরির লুট চলছে। লিফলেটে নাম না করে রাজ্য ও জেলার বেশ কিছু তৃনমূল নেতাদের নামে তোলা ও কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। লিফলেট গুলি শ্রমিক ঐক্য মঞ্চ নামে ছড়ানো হয়েছে। কেটিপিপির ও জেলা INTTUC কমিটির সদস্য আব্দুল মান্নান লিফলেটের বক্তব্য গুলোর অধিকাংশই সঠিক বলে মেনে নিয়ে বলেছেন, লিফলেটে যা বলা হয়েছে তা অনেকাংশেই হয়ত ঠিক কিন্তু যেভাবে দল ও নেতাদের গালাগালি করা হয়েছে তা সমর্থন করা যায়না। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

- Advertisement -
Latest news
Related news