Saturday, July 27, 2024

Kharagpur Train Cancelled: ভোর থেকে শুরু খড়গপুর-টাটা শাখায় ট্রেন অবরোধ, অবরুদ্ধ জাতীয় হাওড়া-মুম্বাই জাতীয় সড়ক! বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথও বদল করা হল

Train movement on the Kharagpur-Tata branch has been completely disrupted due to road blockades and rail blockades across the three states of Bengal, Jharkhand and Odisha over multiple demands, including inclusion of the Kurmi or Mahat people in the Scheduled Tribes. Besides, the blockade is going on on the Howrah-Mumbai national highway, as a result, Kharagpur has been cut off from the road along with the neighboring Jharkhand. The situation is so bad that hundreds of lorries carrying West Bengal goods from Jharkhand, Madhya Pradesh, Maharashtra, Chhattisgarh and Odisha are parked near Khemashuli under Kharagpur rural police station. On the other hand, Ghatshila-bound MEMU local and two freight trains are standing near Khemashuli station. Considering the situation, several express and passenger trains have been canceled by Kharagpur Division of South Eastern Railway. Besides, the route of several passenger trains has been changed. The protesting organization, Chotanagpur Kurmi Mahat Samaj, has said that the blockade will continue until their demands are met and may go on indefinitely. According to Railways, 08055 (KGP-TATA MEMU SPL, 08060 (TATA-KGP MEMU PASS SPL), 12021/12022 (HWH-GSMT-HWH) have been cancelled, due to the blockade starting from 5:15 am. On the other hand, 12262 (HWH -CSMT) Howrah-Chhatrapati Durant Express is diverted via Medinipur, Adra, Muri, Raulkella. Similarly 12130 (HWH-PUNE) Howrah-Pune Azad Hind Express is operated via Medinipur Adra Sini Chakradharpur. Stands at Kharagpur station. 08069 and 08070 Jhargram-Santragachi up and down train.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ কুড়মি বা মাহাত জনগোষ্ঠীকে তপশিলী উপজাতি ভুক্ত করা সহ একাধিক দাবি নিয়ে বাংলা, ঝাড়খন্ড ও ওড়িশা এই তিন রাজ্য জুড়ে পথ অবরোধ ও রেল অবরোধের জেরে খড়গপুর- টাটা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি আবরোধ চলছে হাওড়া-মুম্বাই জাতীয় সড়কেও ফলে পার্শ্ববর্তী ঝাড়খন্ড সংগে সড়ক পথেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে খড়গপুর। পরিস্থিতি এতটাই খারাপ যে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত খেমাশুলির কাছে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় ও ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ পণ্যবাহী কয়েকশ লরি। অন্যদিকে খেমাশুলি স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছে ঘাটশিলাগামী মেমু লোকাল এবং দুটি মালগাড়ি। পরিস্থিতি বিচার করে দক্ষিনপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আবরোধকারী সংগঠন, ছোটনাগপুর কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে এবং তা গড়াতে পারে অনির্দিষ্টকালের জন্য।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

সংগঠনের পক্ষ থেকে অন্যতম কর্মকর্তা রাজেশ মাহাত জানিয়েছেন,” ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের বহু মানুষ শহীদ হয়েছেন। তা সত্ত্বেও ব্রিটিশ আমলে আদিবাসী কুড়মি জাতি ১৯৩১সাল পর্যন্ত ST তালিকাভুক্ত ছিল। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে আদিবাসী কুড়মি জাতিকে ST তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি জনজাতি এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও কুড়মি জনজাতিকে ST তালিকাভুক্ত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি কোনও সরকার। তাই ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার খেমাশুলিতে দাবী না আদায় হওয়া পর্যন্ত লাগাতার ‘রেল টেকা’ বা রেল অবরোধ ও ‘ডহর ছেঁকা’ বা পথ অবরোধে সামিল হয়েছেন ছোটনাগপুর কুড়মি,কুরমি,মাহাত সমাজের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ।” ছোটনাগপুর কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার এই তাঁদের দাবী না মানা অবধি এই আবরোধ চলবে। কুড়মি জাতিকে ST তালিকাভুক্ত করার পাশাপাশি তাঁদের দাবি কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাঁদের আচরিত সারনা ধর্মের সরকারী কোড চালু করতে হবে।

রেলের তরফে জানানো হয়েছে, ভোর ৫টা ১৫ থেকে অবরোধ শুরু হওয়ার ফলে 08055 (KGP-TATA MEMU SPL, 08060 (TATA-KGP MEMU PASS SPL), 12021/12022 (HWH-GSMT-HWH), বাতিল করা হয়েছে। অন্যদিকে 12262 (HWH-CSMT) হাওড়া-ছত্রপতি দুরন্ত এক্সপ্রেস মেদিনীপুর,আদ্রা, মুড়ি, রাউলকেল্লা হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একই ভাবে 12130 (HWH-PUNE) হাওড়া- পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস মেদিনীপুর আদ্রা সিনি চক্রধরপুর হয়ে চালানো হচ্ছে। খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে । 08069 এবং 08070 ঝাড়গ্রাম-সাঁতরাগাছি আপ ও ডাউন ট্রেন।

এখন অবধি বাতিল ট্রেনগুলি হল,18116 চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেস,18283 টাটা-দানাপুর এক্সপ্রেস, 08174 টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার,13512/13511 আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস,18036 হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস,08642 বরকাকানা-আদ্রা স্পেশাল, 0 3597 রাঁচী-আসানসোল স্পেশাল,18019 ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস,18020 ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস,12814 টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস,08162 চক্রধরপুর- টাটানগর স্পেশাল,08160 টাটানগর-খড়্গপুর স্পেশাল,18116 চক্রধরপুর-গোমো এক্সপ্রেস,08014 চক্রধরপুর- টাটানগর স্পেশাল,0813 টাটানগর- চক্রধরপুর স্পেশাল।

যাত্রা পথ সংক্ষিপ্ত: 13301/13302 ধানবাদ-টাটা-ধানবাদ এক্সপ্রেস পাথরডিহি পর্যন্ত যাবে, 08173 আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত যাবে, 12883/12884 সাঁতরাগাছি -পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে,
03594/03593খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে। গতিপথ পরিবর্তিত: 18011হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেসের পরিবর্তিত গতিপথ আদ্রা-রুকনি ভোজুডিহি-মহুদা-জনুনিয়াতনা রাজাবেরা-বোকারো স্টিল সিটি কোটশিলা-মুরি-গুন্দা বিহার-চান্দিল।

- Advertisement -
Latest news
Related news