Saturday, July 27, 2024

Kharagpur Crime: খড়গপুর পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বড়সড় ডাকাতির ছক! দুই আন্তঃরাজ্য দুষ্কৃতি সহ গ্রেফতার ৬, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও এসইউভি

Kharagpur police arrested six robbers, including two interstate miscreants who had gathered at Kharagpur city for the purpose of robbery. A Kharagpur police official said police began questioning the group on Monday night when they saw a group of people gathering in a field in Mathurakati on a regular patrol. In response to the inconsistency, the police detained them and searched them. One by one, seven MM desi pistols, iron rods, chains, bhojli, bamboo sticks etc. were recovered. Police also seized a white Scorpio car (WB 36 59127). Among those arrested were Karthik Nandi alias Dev, a resident of Saraikella in Jharkhand and K Shiva a resident of Vijayanagaram in Andhra Pradesh. The other four are N Ishwar Rao alias Isu and Bishal Kumar alias Chintu from Mathurakati area of ​​Kharagpur town, Abhishek Rao alias Abbesh from Gandhinagar near Kharagpur bus stand and Pawan Kumar from Dhyan Singh Maidan of Rail Colony Old Settlement. Police are trying to get the detainees in custody by presenting them in court on Tuesday.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরকে বেসক্যাম্প করে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ভিন রাজ্যের দুষ্কৃতি সহ ছয় ডাকাতকে পাকড়াও করল খড়গপুর পুলিশ। সোমবার মধ্যরাতে খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মথুরাকাটি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ছাড়াও পুলিশ একটি স্করপিও গাড়ি উদ্ধার করেছে। পুলিশের অনুমান, এই গাড়িটি ব্যবহার করেই দুষ্কৃতিরা শহরতলি অথবা শহরের বাইরে কোথাও ডাকাতির পরিকল্পনা করেছিল।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

খড়গপুর পুলিশের এক কর্তা জানিয়েছেন, সোমবার রাতে শহরে নিয়মমাফিক টহলদারিতে বেরিয়ে মথুরাকাটির একটি মাঠে কয়েকজনকে ব্যাক্তিকে একসাথে জড়ো হতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রত্যুত্তরে অসঙ্গতি মেলায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালালে একে একে উদ্ধার হয় ১টি সেভেন এমএম দেশি পিস্তল, লোহার রড, চেইন, ভোজলি, বাঁশের লাঠি ইত্যাদি। সাদা রঙের স্করপিও গাড়িটিও (WB 36 59127) বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতদের মধ্যে কার্ত্তিক নন্দী ওরফে দেব ঝাড়খন্ডের সরাইকেল্লা এবং কে শিবা অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের বাসিন্দা। বাকি ৪জন হল খড়গপুর শহরের মথুরাকাটি এলাকার এন ঈশ্বর রাও ওরফে ইসু এবং বিশালকুমার ওরফে চিন্টু, খড়গপুর বাসস্ট্যান্ড লাগোয়া গান্ধীনগরের অভিষেক রাও ওরফে আব্বেশ এবং রেল কলোনী ওল্ড সেটেলমেন্টের ধ্যান সিং ময়দানের বাসিন্দা পবন কুমার। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পেতে চাইছে পুলিশ।

- Advertisement -
Latest news
Related news