Saturday, July 27, 2024

Kharagpur Crime: অমানবিক খড়গপু্র! খাবার দিতে দেরি হওয়ায় মালিকের গায়ে গরম তেল ঢেলে দিল যুবক

The young man came and ordered the food and demanded that he should be served quickly first. Ajay said, "I repeatedly tried to convince the young man that the person who ordered first should leave first because they are standing for a long time. Also, if the people who ordered first are not given food first, why should they leave it?" Ajay said, "The more I tried to convince the young man, the more he started arguing. Then before I could understand anything, the young man splashed boiling oil on me from the pan in front of me. I was shocked by the whole incident, my chest and stomach started burning. That condition. Taking the opportunity, the young man ran away by overturning my gas oven, utensils.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: এক ভয়ংকর অমানবিক মুখ দেখা গেল খড়গপু্র শহরের! খাবার দিতে দেরি হচ্ছে এই কারনে এক হোটেল মালিকের গায়ে গরম তেল ঢালার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে এমনই ঘটনা ঘটেছে খড়গপু্র শহরের সুভাষপল্লী এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে খড়গপু্র টাউন থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা আক্রান্ত ওই হোটেল মালিক অজয় রায়ের দোকান রয়েছে সুভাষপল্লী গেটের সামনে। বেশ চালু হোটেল। রবিবার ছিল বড়দিন। সেই কারনে সেদিন আরও ভিড় হয়েছিল অজয় রায়ের হোটেলে। সেই ভিড় সামাল দিতে হিমসিম খেতে হচ্ছিল মালিক কর্মচারীদের। হোটেল মালিক অজয় রায় জানিয়েছেন, আগে আসা ব্যাক্তিদের অর্ডার মত খাবার তৈরি হচ্ছিল। ওই সময় হোটেলে হাজির হয় ওই যুবক।

যুবক এসে খাবারের অর্ডার দেয় এবং আগে তাকেই দ্রুত খাবার দিতে হবে বলে দাবি জানাতে থাকে। অজয় বলেন, ” আমি বারবার ওই যুবককে বোঝানোর চেষ্টা করেছি যে আগে যিনি অর্ডার দিয়েছেন আগে তাঁকে ছাড়তে হবে কারন ওরা অনেক আগে থেকে দাঁড়িয়ে আছেন। তাছাড়া আগে অর্ডার দেওয়া লোকেদের খাবার আগে না দিলে তাঁরই বা ছাড়বেন কেন?” অজয় বলেন, ” ওই যুবককে যতই বোঝাতে চেষ্টা করেছি ততই সে তর্ক করতে থাকে। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক আমার সামনে থাকা কড়াই থেকে ফুটন্ত তেল আমার গায়ে ছিটিয়ে দেয়। গোটা ঘটনায় আমি হকচকিয়ে যাই, প্রচন্ড জ্বালা করতে থাকে বুক পেট। সেই অবস্থার সুযোগ নিয়ে আমার গ্যাস ওভেন, বাসনপত্র উল্টে দিয়ে ওই যুবক পালিয়ে যায়।

অজয় রায় বলেন, “ মনে হচ্ছে গন্ডগোল করার উদ্দেশ্য নিয়েই ওই ধারনা যুবক আমার হোটেলে চড়াও হয়েছিল। কারন একবার একটা খাবারের কথা বলে পরক্ষণেই অন্য একটা খাবারের কথা বলছিল। অবাঙালি ওই যুবক এলাকায় বাসু নামেই পরিচিত বলে অজয় জানিয়েছেন।”

- Advertisement -
Latest news
Related news