Saturday, July 27, 2024

Midnapore Shoot Out: পশ্চিম মেদিনীপুরে ছিনতাইবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আহত ব্যাঙ্ক কর্মী! চলল গুলি, উদ্ধার কার্তুজ, ধারালো ছুরি

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: একেবারে বিপরীত দৃষ্টান্ত! এতদিন শুধুই টাকা ছিনতাই হওয়ারই ঘটনা ঘটে এসেছে। বাড়ি বাড়ি থেকে লোনের টাকা আদায় করে ব‍্যঙ্কে জমা দিতে যাওয়ার পথে ওঁত পেতে থাকা দুষ্কৃতিদের হাতে পড়ে লুট হয়ে যাওয়া টাকার ঘটনা। কিন্তু এবার রুখে দেওয়ার কাহিনী। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এমনি অসম সাহসিকতার পরিচয় দিয়ে ব্যাঙ্কের টাকা ছিনতাই আটকে দিলেন দুই ব্যাঙ্ককর্মী। ঘটনায় আহত হয়েছেন এক ব্যাঙ্ককর্মী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দাসপুর থানা এলাকার নহলা গ্রামে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

স্থানীয় সূত্রে জানা গেছে একটি বেসরকারি ব্যাঙ্কের দাসপুর শাখার দুই ঋণ সংগ্ৰহকারী কর্মী যখন বিভিন্ন জায়গা থেকে পাওনা আদায় করে ফিরছিলেন তখনই দাসপুরের নহলা এলাকার একটি ফাঁকা জায়গায় ছিনতাইবাজদের কবলে পড়েন ওই দুই কর্মী। বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র এবং বন্দুক নিয়ে ঘিরে ধরে ওই হামলা করে কর্মীদের। তাঁদের লক্ষ্য ছিল ব্যাঙ্ক কর্মীদের হাতে থাকা টাকা ভর্তি ব্যাগটি। তারা ওই ব্যাগটি ছিনতাই করতে চায় কিন্তু রুখে দাঁড়ায় ব্যাঙ্ককর্মীরা। দুষ্কৃতিদের সঙ্গে কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়।

জানা গেছে টাকার ব্যাগ ছিনতাই করতে ব্যর্থ হয়ে প্রথমে শুন্যে একরাউন্ড গুলি চালায় দুস্কৃতিরা। এরপরই বন্ধুকের হাতল দিয়ে প্রশান্ত খাঁড়া নামে এক কর্মীকে সজোরে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রশান্ত। তাঁর পেটেও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে খবর। এদিকে গুলি চলার শব্দ শুনে ছুটে আসে বেশকিছু এলাকা বাসী। ঘটনাস্থলে গ্রামবাসীরা উপস্থিত হলে চম্পট দেয় দুষ্কৃতিরা। গুরুত্বর আহত অবস্থায় ঐ কর্মীকে গ্রাম বাসীদের প্রচেষ্টায় নিয়ে যাওয়া হয় দাসপুর গ্রামীন হাসপাতালে।

গ্রামবাসীদের কাছ থেকে এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কার্টুজের খোল উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ওই টাকার ব্যাগটি উদ্ধার করে নিয়ে যান তাঁরা। এদিকে ভর দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায় চৌধুরী বলেন, অভিযুক্তদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ ।

- Advertisement -
Latest news
Related news