Saturday, July 27, 2024

IIT Kharagpur: মাদকাসক্তি নিয়ে কপালে ভাঁজ আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের! কড়া হুঁশিয়ারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

A circular issued by IIT Kharagpur, the country's oldest and largest technology and technical education institute, has spread sensation inside the campus regarding alcohol and drug consumption. The question has arisen that in the new normal situation after covid-19, drug addiction is increasing among the students, as a result of which IIT Kharagpur authorities have to issue such a notification? It should be noted that one of the problems being faced post-Covid in different countries of the world is the increase in the amount of drug addiction, especially among the young generation, students. Sociologists say, "Because of the lockdown, a large part of the young society of the country has tasted excitement in drugs due to the long house arrest. After the Corona period, we have returned to the new normal life, but the drug addiction remains from which it is difficult to get out. The notification issued by IIT Kharagpur is that It is not known whether in the context of the situation but the notification has fueled that speculation.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মদ্যপান ও মাদক দ্রব্য সেবন নিয়ে দেশের সর্ব প্রাচীন ও সর্ববৃহৎ প্রযুক্তি ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের (IIT Kharagpur)জারি করা একটি বিজ্ঞপ্তি চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসের অভ্যন্তরে। প্রশ্ন উঠেছে কোভিড-১৯ (Covid 19)পরবর্তী নিউ নর্মাল পরিস্থিতিতে পড়ুয়াদের মধ্যে মাদকাসক্তি কী বাড়ছে যার পরিনতি তে এমন একটি বিজ্ঞপ্তি জারি করতে হল আইআইটি খড়গপুর কর্তৃপক্ষকে? উল্লেখ্য পৃথিবীর বিভিন্ন দেশেই কোভিডোত্ত‍র যে সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার মধ্যে অন্যতম সমস্যাটি হল মাদকাসক্তির পরিমান বৃদ্ধি পাওয়া এবং বিশেষ করে তা তরুণ প্রজন্মের মধ্যে, পড়ুয়াদের মধ্যে। সমাজবিজ্ঞানীরা বলছেন, ” লকডাউনের কারনে দীর্ঘ গৃহবন্দী নিস্তরঙ্গ জীবনে দেশের তরুণ সমাজের একটি বড় অংশ মাদকের মধ্যেই উত্তেজনার স্বাদ নিয়েছেন। তারপর করোনা কাল কেটে নিউ নর্মাল জীবনে ফিরেছি আমরা কিন্তু থেকে গেছে সেই মাদকাসক্তি যা থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। আইআইটি খড়গপুরের জারি করা বিজ্ঞপ্তি সেই পরিস্থিতির প্রেক্ষাপটেই কিনা জানা নেই তবে বিজ্ঞপ্তিটি সেই জল্পনাকে উস্কে দিয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আইআইটি খড়গপুরের ছাত্রছাত্রী সম্পর্কিত বিভাগীয় অধ্যাপক ( Dean Student Affairs) ধ্রুবজ্যোতি সেনের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে অথবা বাইরে যদি কোনও পড়ুয়াকে মদ্যপান কিংবা মাদকজাত দ্রব্য সেবনে যুক্ত থাকতে দেখা যায় তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে যার সর্বোচ্চ পরিণাম বহিস্কার অবধি হতে পারে। বিজ্ঞপ্তির দ্বিতীয় ছত্রে বলা হয়েছে ছাত্রাবাসের মধ্যে যদি মদের বোতল, ক্যান, পাউচ অথবা মাদক দ্রব্য বহনকারী প্যাকেট পাওয়া যায় তবে সেক্ষেত্রেও কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বিজ্ঞপ্তির তৃতীয় স্তবকটি আরও উল্লেখযোগ্য যেখানে ক্যাম্পাসকে মাদকমুক্ত ক্যাম্পাসে পরিণত করার জন্য কর্তৃপক্ষের চেষ্টায় পড়ুয়াদের সাহায্য করতে অনুরোধ করা হয়েছে।

আইআইটি কর্তৃপক্ষর তরফে সরাসরি এই নোটিশের বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। আইআইটি খড়গপুরের রেজিস্টার (Register IIT Kharagpur) তমাল নাথ এই নোটিস লক্ষ্য করেননি বলে জানিয়েছেন, এটি একটি সাধারণ সতর্কতা মূলক নোটিস হতে পারে যা আইআইটি কর্তৃপক্ষ আগেও দিয়েছে। যদিও পরিচয় গোপন রাখার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, ” আমাদের ক্যাম্পাসে নতুন পড়ুয়াদের আসার সময় হয়েছে পাশাপাশি এমন পড়ুয়ারাও আসছে যারা কোভিডের সময় ভর্তি হয়েছে কিন্তু ক্যাম্পাসে এই প্রথম আসছে। তাদের জন্য এই সতর্কবার্তা দেওয়া।” যদিও ওই আধিকারিক এও বলেছেন যে করোনা পরবর্তীকালে পড়ুয়াদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করাও যাচ্ছে। আমরা এটা অস্বীকার করতে পারিনা যে ইদানিং কালে ছাত্রাবাস গুলি থেকে যে পরিমান খালি মদের বোতল পাওয়া যাচ্ছে যা আগে পাওয়া যায়নি।

- Advertisement -
Latest news
Related news