Saturday, July 27, 2024

Kharagpur Accident: খড়গপুর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! সার্ভিস রোডে চলে আসা লরির ধাক্কায় মৃত মেদিনীপুরের নারী ও পুরুষ

A man and a woman from Kotwali police station were killed when a lorry collided with a truck on Service Road at Rupnaraipur, the junction of two national highways in Kharagpur. The incident took place around 6.45 am on Tuesday at a junction between Howrah-Mumbai National Highway No.16 and Baleshwar-Raniganj National Highway No.60. The deceased have been identified as Hiru Gain, 42, and Meherjan Bibi, 48, police said. Their home is in Hatihalka village of Kotwali police station in Medinipur. According to police sources, National Highway No. 16, formerly known as National Highway No. 6, has been crossed by National Highway No. 60 through a flyover. There is a service road connecting National Highway 16 with Road No. 60 which passes through the floor of the flyover. From the side of Kharagpur Chowrangi along National Highway No.16, leaving the flyover on the right side, it came a little and went through the floor of the flyover again. This road is the service road which is usually used by the local people. The accident happened on this road. The dead men and women are believed to have been delivering fish to hotels and dhabas along the national highway in Kharagpur. On Tuesday morning, the two were carrying fish from Medinipur on a bike (WB34BE 7842) to deliver fish to line hotels in Rupnarayanpur area.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুরে দুই জাতীয় সড়কের সংযোগস্থল রূপনারায়পুরে সার্ভিস রোডে চলে আসা এক লরির ধাক্কায় মৃত্যু হল কোতোয়ালি থানার বাসিন্দা নারী ও পুরুষের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 6.45 নাগাদ হাওড়া-মুম্বাই ১৬ নম্বর জাতীয় সড়ক ( Howrah-Mumbai National Highway No.16) এবং বালেশ্বর-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক (Baleshwar-Raniganj National Highway No.60) সংযোগকারী স্থানে একটি সমান্তরাল একটি সার্ভিস রাস্তায় (Service Road)। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন হিরু গায়েন (৪২) এবং মেহেরজান বিবি (৪৮)। এঁদের বাড়ি মেদিনীপুর কোতোয়ালি থানার হাতিহলকা গ্রামে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে জানা গেছে ১৬ নম্বর জাতীয় সড়ক যা পূর্বে ৬ নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত ছিল সেই রাস্তাটিকে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে পের করা হয়েছে একটি ফ্লাইওভারের মাধ্যমে। ওই ১৬নম্বর জাতীয় সড়কের সঙ্গে ৬০ নম্বর সড়ককে যুক্ত করার জন্য একটি সার্ভিস রোড রয়েছে যা ওই ফ্লাইওভারের তলা দিয়ে গিয়েছে। খড়গপুর চৌরঙ্গীর দিক থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসলে ডানদিকে ফ্লাইওভারকে রেখে কিছুটা এসে তা আবার ফ্লাইওভারের তলা দিয়ে গিয়েছে। এই রাস্তাটিকেই সার্ভিস রোড হয় যা সাধারণত স্থানীয় মানুষদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। দুর্ঘটনাটি ঘটেছে এই রাস্তার ওপর।

মৃত নারী এবং পুরুষ খড়গপুরের জাতীয় সড়কের পাশে থাকা হোটেল এবং ধাবাগুলিতে মাছ সরবরাহ করত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ভোরে ওই দুজন মেদিনীপুর থেকে মাছ নিয়ে রূপনারায়নপুর এলাকার লাইন হোটেলগুলিতে মাছ সরবরাহ করার জন্য একটি বাইকে (WB34BE 7842) করে আসছিল। তারা যখন ১৬ নম্বর সড়কের মূল রাস্তা থেকে ফ্লাইওভারের তলা দিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কে যাওয়ার জন্য সার্ভিস রোডে উঠে আসে তখন তাদের পেছনেই আসছিল একটি লরি। হঠাৎই লরিটি পেছনে এসে ধাক্কা মারে বাইকটিকে। বাইকের ধাক্কায় দুজনেই ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

কী কারণে পেছন থেকে লরিটি বাইকটিকে ধাক্কা মারল তা নিয়ে ধন্দ রয়েছে। ধন্দের প্রধান কারণ ঘাতক লরিটিকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশের অনুমান হতে পারে লরির চালক মূল রাস্তায় গাড়িটি যে গতিতে চালিয়ে আসছিল সার্ভিস রোডে উঠে সেই গতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ না হওয়ায় তা সরাসরি বাইকটির ওপর হুমড়ি খেয়ে পড়ে। অথবা কোনও কারণে নিজস্ব গতিতে থাকা বাইকটির হঠাৎই কমে যায় কিংবা যান্ত্রিক কারনে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় লরিটি পেছনে এসে ধাক্কা মারে। পুলিশ আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরা অন্যান্য সূত্র থেকে লরিটির অস্ত্বিত্ব খোঁজার চেষ্টা করছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

- Advertisement -
Latest news
Related news