Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Jharagram: তৈরি হচ্ছে ভারী নিম্নচাপ, মঙ্গলে কাঁপবে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম!, রাতের মধ্যেই সমুদ্র ছাড়ার নির্দেশ মৎসজীবীদের

The Meteorological Department has issued a storm warning with heavy rains everywhere in Kharagpur, Medinipur, Ghatal sub-divisions and Jhargram district on Tuesday and Wednesday. The forecast has warned of heavy to very heavy rains in South 24 Parganas and East Midnipur districts from Tuesday. Gusts of 50 to 60 km per hour will blow in these two coastal districts. Heavy rain in Kolkata North 24 Parganas, Howrah, West Medinipur and Jhargram with gusty winds of 40 to 50 kmph in these districts. On the other hand, on Wednesday, August 10, heavy to very heavy rains of up to 200 mm may occur in North and South 24 Parganas, East and West Midnipur and Jhargram districts. Gusts of 50 to 60 kmph are likely to blow in these districts. Heavy rain or rain up to 100 mm is possible over Kolkata, Howrah Hooghly East and West Burdwan, Purulia and Bankura districts. These districts may experience gusty winds of 40 to 50 kmph. There is a heavy rain warning on Thursday as well in Purulia Bankura Jhargram and West Midnipur districts, gusty winds with a speed of 40 km are likely to blow in these districts.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মঙ্গল এবং বুধবার খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল মহকুমার সর্বত্রই এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ওই পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এই দুই উপকূলের জেলায়। ভারী বৃষ্টি কলকাতা উত্তর ২৪ পরগনা , হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

অন্যদিকে বুধবার ১০ আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোরো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি বা ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বলতে পারে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এই জেলাগুলিতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে।

মারাত্মক অপর্যাপ্ত বৃষ্টির কবলে দক্ষিনবঙ্গ। কৃষকদের মাথায় হাত, বর্ষাকালেই করা যাচ্ছেনা বর্ষার চাষ। সমবৎসরের অন্ন জোগাড় হবে কী করে সেই দুশ্চিন্তায় কৃষক। তারই মাঝেই যেন কিছুটা স্বস্তির খবর পাঠিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই খবর অনুযায়ী , উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বাংলা ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ওই নিম্নচাপের অবস্থান। যা কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। সোমবারের মধ্যে ওই নিম্নচাপটি শক্তিশালী হবে আশঙ্কা করেই রবিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বলা হচ্ছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ রবিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। এই দুই জেলার উপকূলের অংশে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটকদের জন্য নিষেধাজ্ঞায় সোমবার থেকে বুধবার পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বকখালি সাগর আইল্যান্ডে সমুদ্রে নামা তো যাবেইনা সতর্ক থাকতে হবে সমুদ্রের পাড়েও। আবহাওয়া দপ্তরের এই সতর্কতায় শাপে বর হওয়ার সম্ভবনা দেখছেন কৃষি আধিকারিকরা। তাঁদের মতে এই কয়েকদিনের বৃষ্টি ধান চাষী ও পাট চাষীদের উপকারে লাগবে।

- Advertisement -
Latest news
Related news