Saturday, July 27, 2024

Howrah Ghatsila Local Train: খড়গপুর বালিচক ঝাড়গ্রাম ঘাটাল পাঁশকুড়াবাসীর জন্য ফের সুখবর ! রবিবার থেকে চলবে হাওড়া ঘাটশিলা লোকাল

Local train services are slowly returning to normal after the Corona and Lockdown effects. This time Ghatshila local is being launched through Howrah Kharagpur Jhargram. From March 6th. In the name of the train, the local will actually serve a bit like the express train. In other words, the service will be available at local fares just like Express. From Howrah you can reach Kharagpur by stopping at 6 stations only. It only takes a couple of hours. Yes, that's right. Howrah-Ghatshila local train is being talked about. Howrah Ghatshila local train number 18033 will run from next Sunday. The train will leave Howrah at 10.05 am and reach Ghatshila in 13.55 hours. On the other hand, the train will leave Ghatshila at 18034 at 14.10 hrs and reach Howrah at 18.10 hrs. Apart from Kharagpur, the train will stop at Nimpura and Kalaikunda between Kharagpur. Take a look at the full time schedule.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: করোনা এবং লকডাউনের প্রভাব কাটিয়ে ধিরে ধিরে স্বাভাবিক হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। এবার হাওড়া খড়গপুর ঝাড়গ্রাম হয়ে ঘাটশিলা লোকাল চালু হচ্ছে। 6ই মার্চ থেকে। ট্রেনটি নামেই লোকাল আসলে সার্ভিস দেবে খানিকটা এক্সপ্রেস ট্রেনের মতই। অর্থাৎ লোকালের ভাড়ায় পরিষেবা পাওয়া যাবে এক্সপ্রেসের মতই। হাওড়া থেকে মাত্র ৮ টা স্টেশন দাঁড়িয়ে পৌঁছে যাবেন খড়গপুরে। সময় লাগবে মাত্র ঘন্টা দুয়েক। হ্যাঁ, ঠিকই ধরেছেন। হাওড়া-ঘাটশিলা লোকাল ট্রেনের কথাই বলা হচ্ছে। আগামী রবিবার থেকেই চলবে 18033 নম্বর হাওড়া ঘাটশিলা লোকাল ট্রেন। হাওড়া থেকে সকাল 10.05 ওই ট্রেন ছেড়ে ঘাটশিলায় পৌঁছাবে 13.55 ঘন্টায়। অন্যদিকে ঘাটশিলা থেকে 18034 হয়ে ওই ট্রেনটি ছাড়বে 14.10 ঘন্টায়, হাওড়া পৌঁছাবে 18.10 মিনিটে। খড়গপুর ছাড়াও খড়গপুরের মধ্যে নিমপুরা ও কলাইকুন্ডায় দাঁড়াবে ট্রেনটি। দেখে নিন সম্পূর্ণ সময় সূচি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এবার আমরা দেখে নেই হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার পথে কোন স্টেশন থেকে কখন ট্রেনটি ছাড়বে। হাওড়া(HWH) থেকে সকাল 10.05 ছাড়ার পর প্রথম ট্রেনটি প্রথম থামবে সাঁতরাগাছিতে (SRC)10.23, আন্দুল (ADL)10.28, বাউড়িয়া(BVN) 10.42, উলুবেড়িয়া (ULB)10.50, বাগনান (BZN)11.00, মেছেদা (MCA) 11.13, পাঁশকুড়া (PKU) 11.25, বালিচক (BCK) 11.44, খড়গপুর (KGP) 12.15, নিমপুরা ইয়ার্ড (NPTY) 12.24, কলাইকুন্ডা (KKQ) 12.28, ক্ষেমাশুলি (KSO) 12.35, সরডিহা (SUA) 12.42, বাঁশতলা (BNB) 12.48, ঝাড়গ্রাম (JGM) 12.56, খাটকুড়া ( KATB)13.03, গিধনী (GLL) 13.10, কানিমহুলি (KNM) 13.17, চাকুলিয়া (CKU)13.23, কোকপাড়া( KKPR) 13.31, ধলভূমগড় (DVM) 13.39, ঘাটশিলা (GTS)1.55 পৌঁছাবে।

অন্যদিকে উল্টো দিক থেকে ঘাটশিলা থেকে ছাড়ার পর খড়গপুর অবধি সমস্ত স্টেশনেই এই লোকাল দাঁড়াবে। তারপরই ফাস্ট লোকালের মত ট্রেনটি চলবে। খড়গপুরের পর একেবারে বালিচকে স্টপেজ তারপর পাঁশকুড়া, মেছেদা, বাগনান, উলুবেড়িয়া হয়ে ট্রেনটি হাওড়া পৌঁছাবে কেবলমাত্র বাউড়িয়া, আন্দুল, সাঁতরাগাছিতে স্টপেজ দিয়ে। খড়গপুরে 15.55 ট্রেনটি ছাড়বে আর হাওড়ায় গিয়ে ট্রেনটি পৌঁছাবে 18.10. সময় বাঁচাতে যদি কেউ সাঁতরাগাছিতে নামতে চান তবে তিনি 17.39 নেমে পড়তে পারেন। সবং, পিংলা, ডেবরা ও বালিচকের বাসিন্দারা হাওড়া যাওয়ার পথে বালিচক স্টেশন থেকে এই ট্রেনটি পাবেন 16.16। অন্যদিকে হাওড়া থেকে ট্রেনটি বালিচকে পৌঁছাবে 11.44 ঘন্টায়। একই ভাবে ঘাটাল, দাসপুর, পাঁশকুড়ার বাসিন্দারা হাওড়া যাবার পথে পাঁশকুড়ায় ট্রেনটি পাবেন 4.33 ঘন্টায়। আর হাওড়া থেকে ট্রেনটি পাঁশকুড়ায় পৌঁছাবে 11.25ঘন্টায়।

এবার আমরা দেখে নেব ঘাটশিলা থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়বে। ঘাটশিলায় (GTS)ট্রেনটি ছাড়ছে 14.10. এরপর ধলভূমগড় (DVM) 14.20, কোকপাড়া (KKPR) 14.28, চাকুলিয়া (CKU) 14.36 কানিমহুলি (KNM) 14.42, গিধনী(GLL)14.49, খাটকুড়া( KATB)14.56 , ঝাড়গ্রাম(JGM)15.03, বাঁশতলা(BNB) 15.11, সরডিহা (SUA) 15.18, ক্ষেমাশুলি (KSO) 15.25, কলাইকুন্ডা (KKQ)15.32, নিমপুরা ইয়ার্ড (NPTY) 15.37, খড়গপুর (KGP) 15.55, বালিচক (BCK) 16.17, পাঁশকুড়া (PKU) 16.34, মেছেদা(MCA) 16.46, বাগনান (BZN) 16.59, উলুবেড়িয়া (ULB) 17.12, বাউড়িয়া (BVN)
17.22, আন্দুল (ADL) 17.34, সাঁতরাগাছি (SRC)
17.40, হাওড়ায়(HWH) 18.10 পৌঁছে যাত্রা শেষ।

মনে রাখতে হবে এখানে প্রতিটি স্টেশন থেকে গাড়ি ছাড়ার সময় দেওয়া হয়েছে অর্থাৎ তার আগে আপনাকে পৌঁছাতে হবে। প্রতিটি স্টেশনে গাড়ি দাঁড়াবে মাত্র ১মিনিট। একমাত্র ব্যতিক্রম খড়গপুর। এখানে ঘাটশিলা যাওয়ার পথে ট্রেন দাঁড়াবে 5 মিনিট, 12.10 থেকে 12.15 আর হাওড়া যাওয়ার পথে ট্রেন দাঁড়াবে 3 মিনিট, 15.52 থেকে 15.55. যাত্রীদের বোঝার সুবিধার জন্য স্টেশনের পাশে স্টেশন কোড ও গাড়ি ছাড়ার সময় উল্লেখ করা হয়েছে। তা স্বত্ত্বেও রেলের দেওয়া টাইম টেবিল মিলিয়ে নেবেন। কারন আমরা নেট থেকে এই টাইম টেবিল পেয়েছি যা হেরফের হতে পারে। আমাদের উদ্দেশ্য ট্রেনটি সম্পর্কে যতটা সম্ভব তথ্য প্রদান করা। এরপর যে যে ট্রেন যখন চালু হবে আমরা তথ্য প্রদান করে যাবো। আমাদের ফেসবুক পেজ লাইক করে কিংবা হোয়াটস্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান।

- Advertisement -
Latest news
Related news