Saturday, July 27, 2024

Kharagpur Crime: খড়গপুর থেকে দাসপুরে গিয়ে ছিনতাই! গ্রেফতার দুই অভিযুক্ত

The incident happened last Wednesday. Prafulla Maji, a retired teacher from Arit village of Daspur police station, was returning home on a bicycle after withdrawing Rs 2 lakh from a state-owned bank in the local Gopiganj Bazar to build his house. At that moment, his bicycle rope suddenly became entangled. While the old man was busy untying the rope from the bicycle, 3 persons approached him on the motorbike and proceeded to help him to untie the rope. One of them kept the teacher busy in spreading the rope. Another took money from a bag of vegetables kept on a bicycle. Later the old man noticed that there was no bag of money. The old man then lodged a complaint with Daspur police station. After receiving the complaint, the police of Daspur police station started investigation. Police first identified the bike after examining all the CCTV footage of Gopiganj Bazar and adjoining areas. The owner can be traced by the bike number. Police arrested the two accused Sek Raju and Arun Majumder of Panchberia on Thursday night. They were taken to Ghatal court on Friday. Police are looking for a third person. According to the police, the miscreants are snatching out the new method.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: অভিনব কায়দায় দাসপুরের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রায় ২লক্ষ টাকা ছিনতাই করেছিল তিন দুষ্কৃতি। তারমধ্যে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হল দাসপুর থানার পুলিশ। মাত্র ৩৬ ঘন্টার মধ্যেই দাসপুর পুলিশের এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দারা। শুক্রবার দাসপুর থানার পুলিশ ধৃতদের আজ ঘাটাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইলে আদালত ৪ দিনের জন্য তা মঞ্জুর করেছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল সেক রাজু ও অরুন মজুমদার। এরা দুজনেই খড়গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। প্রায় ৮০ কিলোমিটার দূরে গিয়ে এই ধরনের অপারেশন করায় বিস্মিত পুলিশ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ঘটনা ঘটেছিল গত বুধবার। দাসপুর থানার অরিট গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক প্রফুল্ল মাজি নিজের বাড়ি বানানোর জন্য স্থানীয় গোপীগঞ্জ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ২ লক্ষ মত টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই তাঁর সাইকেল দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ যখন সাইকেল থেকে দড়ি খুলতে ব্যস্ত ছিলেন সেই সময়ে মোটর বাইকে চেপে ৩ জন ব্যক্তি তার কাছে আসে এবং দড়িটি ছাড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করতে এগিয়ে যায়। একজন দড়ি ছড়ানোর অছিলায় ওই শিক্ষককে ব্যস্ত রাখেন। অন্যজন সাইকেলে রাখা সবজির ব্যাগ থেকে টাকা তুলে নেয়। পরে বৃদ্ধের খেয়াল হয় টাকার ব্যাগটি নেই। এরপর দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ। অভিযোগ পেয়ে তদন্তে নামে দাসপুর থানার পুলিশ।

পুলিশ গোপীগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে প্রথমে বাইকটিকে চিহ্নিত করে। বাইকের নম্বর ধরে মালিকের খোঁজ পাওয়া যায়। আর সেই সূত্র ধরেই দুই অভিযুক্ত পাঁচবেড়িয়ার সেক রাজু ও অরুণ মজুমদারকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাদের ঘাটাল আদালতে তোলা হয়। পুলিশ তৃতীয় ব্যক্তির খোঁজ করছে। পুলিশ জানিয়েছে কেপমারির নতুন নতুন কায়দা বের করে ছিনতাই করছে দুস্কৃতিরা।

- Advertisement -
Latest news
Related news