Saturday, July 27, 2024

Midnapore: ফের পশ্চিম মেদিনীপুরে বৈদ্যুতিক তারের সংস্পর্ষে লরিতে আগুন! পুকুরে লরি ফেলে বাঁচলেন চালক

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পিংলার পর এবার নারায়নগড় থানা এলাকায় বৈদ্যুতিক তারের সংস্পর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল লরি। যদিও এবারও সেই পিংলার মতই পুকুরে লরি উল্টে দিয়ে নিজের প্রাণ বাঁচানোর পাশাপাশি লরিটিকেও রক্ষা করতে সমর্থ্য হয়েছেন লরির চালক। জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানা এলাকার টাকলা চণ্ডী মন্দির এলাকায় শুক্রবার এমনই ঘটনা ঘটেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

স্থানীয় সূত্রে জানা গেছে নারায়নগড় পঞ্চায়েত সমিতির অন্তর্গত ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত কুনারপুর এলাকার আহিরা নামক একটি গ্রাম থেকে খড় বোঝাই করে এদিন দুপুর সাড়ে ৩টা নাগাদ লরিটি রওনা হয়েছিল পাশের ১৪ নম্বর গ্রাম পঞ্চায়েত খুড়শীর গোমুয়া নামক স্থানে। প্রায় ৩ কিলোমিটার এই প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনার রাস্তাটির বেশির ভাগ অংশই বাঁক মোড় ভর্তি। এই রাস্তারই একটি বাঁকে মোড় নিতে গিয়ে লরিটি ধাক্কা মারে রাস্তার ওই বাঁকের মুখেই থাকা একটি কংক্রিটের বিদ্যুৎ খুঁটিতে। ওই খুঁটিটি ছিল ৪৪০ ভোল্ট বিদ্যুৎ পরিবাহী তারের। তার খোলা তার এসে পড়ে লরিতে বোঝাই খড়ের ওপর আর মুহূর্তেই আগুন জ্বলে দাউ দাউ করে।

কুনারপুরের গ্রাম পঞ্চয়েত সদস্য চন্দন দাস জানিয়েছেন, জ্বলন্ত অবস্থাতেই চালক লরিটি প্রায় ৫০০ মিটার দূরত্বে নিয়ে যায়। আসলে লরির চালক রাস্তার আশেপাশে কোনও জলাশয়ের খোঁজ করছিল। কিছুটা দূরে গিয়েই টাকলা চণ্ডী মন্দির সংলগ্ন রাস্তার ধারেই একটি পুকুর দেখতে পেয়ে তার মধ্যেই লরিটি গড়িয়ে দেন চালক। জ্বলন্ত লরিটি পুকুরের মধ্যে গড়িয়ে পড়ে। চালক লরিটি গড়িয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই লরি থেকে ঝাঁপ দেন। লরিটি জ্বলে যাওয়া থেকে রক্ষা পেয়েছে এবং চালকও সুরক্ষিত বলে জানা গেছে।

উল্লেখ্য গত রবিবারই এমনই এক ঘটনায় এক লরি চালক পিংলা থানার পিন্ডরুই থেকে পাট বোঝাই করে কলকাতা যাওয়ার পথে এই একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন। রাস্তার ওপর ঝুলে পড়া ১১০০ কিলোভোল্ট বৈদ্যুতিক তারের সংস্পর্ষে পাট বোঝাই লরিতে আগুন লেগে যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো বীরত্বের সঙ্গে একটি জ্বলন্ত লরিকে চালিয়ে নিয়ে গিয়ে লোকালয়ের বাইরে একটি ঝিলের মধ্যে ফেলে নিজের জীবন ও লরিটি বাঁচান তিনি।

- Advertisement -
Latest news
Related news