Saturday, July 27, 2024

Birbhum Accident: সরকারি বাস এবং অটোয় ভয়াবহ সংঘর্ষ! মৃত আট মহিলা সহ ৯জন, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক ও ভয়াবহ এক দূর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয়েছে আট জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বীরভূমের মল্লারপুরে ৬০ নং জাতীয় সড়কের উপর তেলেডা গ্রামের কাছে। মৃতেরা চাষের কাজ সেরে অটোতে করে ফিরছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। উল্টোদিক থেকে আসা সরকারী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির। ঘটনাস্থলেই প্রাণ যায় সকলের। মৃতদেহ গুলি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে জানা গেছে মৃত আট মহিলা হলেন সীতারাম হেমব্রম (২২), যশোমতী হেমব্রম (৫০), হোপেনকুরি বেসরা (৩০), হোপেন হেমব্রম (৩৫), মাকু হেমব্রম (১৮), সোনদি হেমব্রম (৪০), সাকিলা হেমব্রম (৫৪), লখি হাঁসদা (৩৫) এবং বাসন্তি সোরেন (৩৫)। এঁদের সবারই বাড়ি মৃতদের বাড়ি রামপুরহাট ১ং ব্লকের কাষ্টগোড়ার পঞ্চায়েতের পারকান্দি গ্রামের আদিবাসী পাড়ায়। তারা দলবেঁধে ধান পোঁতার কাজ সেরে গ্রামে ফিরছিলেন। ফেরার পথেই দূর্ঘটনা ঘটে। পুরুষ মৃত ব্যক্তি হলেন দুর্ঘটনাগ্রস্ত অটোর চালক।

ঘটনার খবর পেয়েই রামপুরহাট থানা থেকে এক পুলিশ বিশাল বাহিনী। পৌঁছেছেন এসডিপিও। ঠিক কী কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে।

জানা গিয়েছে, রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি অটোতে করে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন নয় জন। সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। তার সঙ্গেই ধাক্কা লাগে অটোর। ঘটনাস্থলে প্রাণ হারান অটোর সকল যাত্রী। পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
Latest news
Related news