Saturday, July 27, 2024

Gold Smuggling: খড়গপুর হয়ে গুজরাটে পাচারের আগেই ১৫লক্ষ টাকার সোনার বাট সহ পাঁশকুড়ায় গ্রেপ্তার দাসপুরের চোরাকারবারি

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বড় সড় সাফল্য পেল পাঁশকুড়া থানার পুলিশ। গুজরাটে পাচার করার আগেই বামাল ধরা পড়ল এক সোনা পাচারকারী। তার কাছ থেকে ৩টি সোনার বাটও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দাসপুর থেকে মোট ২৭০ গ্রামের ওই তিনটি বাট নিয়ে খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই ব্যক্তি। জানা যাচ্ছে খড়গপুর থেকে গুজরাটে পাচার করাই তার উদ্দেশ্যে ছিল কিন্তু মেচোগ্রামের কাছে নাকা চেকিংয়ে সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি চালালে ওই ব্যক্তির মোজার ভেতর থেকে উদ্ধার হয় ওই ৩টি সোনার বাট। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ খাটুয়া। বিশ্বজিতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার শ্রীপুরের বাসিন্দা বলেই জানা গেছে। বাড়ি থেকে একটি মারুতি ভ্যানে সে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের কাছে আগেই খবর ছিল যে এই পথে মঙ্গলবার রাতে কিছু দামি বস্তু পাচার হতে চলেছে। খবর পাওয়ার পরই নাকাচেকিং পয়েন্টকে সতর্ক করা হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আমাদের কাছে নিশ্চিত ভাবেই খবর ছিল তাই তন্নতন্ন করেই সার্চ করা হয় ওই ব্যক্তিকে। নচেৎ মোজার ভেতরে সোনা নিয়ে যাবে এমনটা ভাবতেই পারিনি। গাড়ি এবং ওই ব্যক্তির শরীর তল্লাশি চালানোর পরও কিছু মেলেনি। ওই ব্যক্তি জুতো সমেত বসে ছিলেন। জুতো খুলতেই যখন ব্যক্তির চলতে অসুবিধা হল তখনই বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। এরপর মোজা খুলতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ওই তিনটি সোনার বাটের বাজারমূল্য ১৫ লক্ষ টাকা। কিন্তু সেগুলি অনেক কমদামে চোরাই বাজার থেকে কেনা হয়েছিল। তারপর তা খড়গপুর হয়ে গুজরাটে পাচার করার ছক কষেছিল সে। পুলিশের ধারণা, একটি বড় চক্র এই সোনা পাচারের কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। নেপালের মত বেশ কিছু জায়গায় সস্তায় চোরাই সোনা পাওয়া যায়। মাস খানেক আগেই দাসপুরের একটি জায়গা থেকে সেরকমই চোরাই সোনা সহ দুই ব্যক্তিকে তুলে নিয়ে গিয়েছিল সিআইডি। ধৃত ব্যক্তি এর আগেও এভাবে সোনা পাচার করেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বুধবার তমলুক আদালতে তোলা হয়। বিচারক জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

- Advertisement -
Latest news
Related news