Saturday, July 27, 2024

Debra: পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে পুড়ে ছাই প্রাইভেট কার! পালিয়ে বাঁচলেন চালক

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: পশ্চিম মেদিনীপুরের একটি জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল একটি প্রাইভেট কার। বুধবার রাত আটটা পঁয়তাল্লিশ নাগাদ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কোনও রকমে গাড়ি ছেড়ে পালিয়ে বাঁচলেন চালক। মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে গেল গোটা জাতীয় সড়কের এক পাশের লেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার এই ঘটনার কারন অনুসন্ধান করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ জানিয়েছে গাড়িটি বুধবার বিকালে কলকাতা থেকে খড়গপুরে আসার জন্য হাওড়া-মুম্বাই (Howrah-Mumbai National Highway) জাতীয় সড়ক ধরে রওনা হয়েছিল ওই গাড়ির চালক। গাড়ির চালকের নাম গোলাম গোজ। গোলাম একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি আসানসোল কুলটিতে। সেখান থেকেই ব্যবসার কাজে গোলাম প্রথমে কলকাতায় গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে তিনি ব্যবসার কাজেই খড়গপুর যাচ্ছিলেন। এখান থেকেই তাঁর কুলটি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে ঘটে যায় এই দুর্ঘটনা।

গোলাম গোজ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ডেবরা বাজার থেকে কিছুটা আগে ধামতোড় নামক এলাকায়। গোলাম বলেন, প্রথমে গাড়ির ভেতরে ধোঁয়ার অস্তিত্ব নজরে আসার পর তিনি ঠিক কী হয়েছে তা বোঝার চেষ্টা করতেই হঠাৎই সামান্য আগুনের স্ফুলিঙ্গ লক্ষ্য করেই গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি আর তখুনি দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। তখুনি দৌড়ে জাতীয় সড়কের পাশে থাকা মা কালী হোটেলে আশ্রয় নেই আমি। আর তারপরই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাড়িটি দাউদাউ করে জ্বলে উঠতে দেখে হতভম্ব হয়ে যান তাঁরা। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে এই আশঙ্কায় জল দিয়ে আগুন নেভাতে গাড়ির কাছে যেতে সাহস পাননি তাঁরা। এদিকে জাতীয় সড়কের একদম মাঝখানে গাড়িটি জ্বলতে দেখে খড়গপুর গামী সমস্ত গাড়ি থমকে দাঁড়িয়ে পড়ে ঘটনা থেকে অনেকটা দূরে। পুরো রাস্তা ফাঁকা হয়ে যায় নিমেষেই। পরে জ্বলে যাওয়া গাড়িটি রাস্তা থেকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

- Advertisement -
Latest news
Related news