Saturday, July 27, 2024

Subhendu Adhikari: ফের মামলা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে! জামিন অযোগ্য ধারায় মামলা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ফের মামলা দায়ের হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছোট ভাই সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) বিরুদ্ধে। এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হল কাঁথি মহকুমা আদালতে। আদালত আগামী ১৬ এপ্রিলের মধ্যে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে কাঁথি থানার পুলিসকে। সূত্র মারফৎ জানা গেছে কলেজের একাধিক বেআইনি ভবন নির্মাণ নিয়ে পুলিশ আইনি ব্যবস্থা না নেওয়ায় অভিযোগকারী পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আইনজীবি আবু সোহেল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা ওই নির্দেশ দিয়েছিলেন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

একটি সূত্র মারফৎ জানা গেছে  সৌমেন্দু পদে থাকাকালীন কলেজ ইউনিয়নকে কাজে লাগিয়ে এই দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। বর্তমান এই বিজেপি নেতা তৃণমূলে থাকাকালীন দাদা শুভেন্দু অধিকারীর প্রভাব খাটিয়ে কোন টেন্ডার না করে এই নিম্নমানের বিল্ডিং তৈরি করা হয়েছিল। যে কারনে যে কোনও মুহুর্তে ওই বিল্ডিং ভেঙ্গে ছাত্র-ছাত্রীদের প্রাণহানি হতে পারে বলে শাসকদলের ওই আইনজীবী নেতা আবু সোহেল কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু থানা অভিযোগকে গুরুত্ব দিচ্ছেনা বলে  গত ১৫ ফেব্রুয়ারি। কলকাতা আদালতের দ্বারস্থ হন সোহেল। এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আবু সোহেল বলেন, ‘কলেজের বেআইনি নির্মাণ নিয়ে কাঁথি থানা এফআইআর গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করি। পুলিশের অসহযোগিতার কথা শুনে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এরপরই মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে বেআইনি নির্মাণ নিয়ে কলেজের প্রাক্তন গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানানোর নির্দেশ দিয়েছিলেন।’ জানা গেছে বেআইনি নির্মাণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র ও নির্মাণের ফটোগ্রাফ খতিয়ে দেখে আদালত মামলাকারীর বক্তব্যে সায় দিয়ে সৌমেন্দ্যু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ দেয় । আর তারই ভিত্তিতে সেই মামলা দায়ের করা হয়েছে।

এর আগেও দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার পরিচালিত পৌর বোর্ডে গ্রিন সিটি মিশন প্রকল্পে বড়সড় গরমিল ধরা পড়েছিল। গতবছর ত্রিপল চুরির মামলা হয়েছিল শুভেন্দু অধিকারী সহ সৌমেন্দু অধিকারীদের বিরুদ্ধে। সম্প্রতি ওই মামলা প্রত্যাহার করার ইচ্ছাও প্রকাশ করেছেন অভিযোগকারী জেলার তৃনমূল নেতা রত্নদীপ মান্না। তারই মধ্যে ফের এই মামলা রুজু হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করতেই এধরনের কাজ করছে।

- Advertisement -
Latest news
Related news