Saturday, July 27, 2024

Accident Killed: পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনা! চারচাকার ধাক্কায় মৃত্যু চন্দ্রকোনার সাইকেল আরোহীর, আহত ৪

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে। এবার এক মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহী প্রৌঢ় ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে। দুর্ঘটনাস্থল ওই রাজ্যসড়কের বামুনপাড়া এলাকায় যা কিনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অংশে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম অজিত ঘোষ। ৫৮ বছর বয়সী ওই কৃষকের বাড়ি চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রামে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা গেছে অজিত ঘোষ সাইকেলে করে বাড়ি সংলগ্ন আনন্দপুর থানার পাঁচখুরী বাজার যাচ্ছিলেন। বাড়ি থেকে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্য সড়ক বরাবরই আসছিলেন তিনি। তিনি যখন বামুনপাড়ার কাছাকাছি তখনই বিপরীত দিক থেকে অর্থাৎ মেদিনীপুরের দিক থেকে চন্দ্রকোনার অভিমুখে দ্রুত গতিতে আসছিল একটি প্রাইভেট কার বা চারচাকা যার সাথে সরাসরি সংঘর্ষ হয় সাইকেল আরোহী অজিত ঘোষের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারচাকাটির সাথে সংঘর্ষের পর সাইকেল সহ অজিত ঘোষকে ঘষটে বেশ কিছুটা দুরে নিয়ে গিয়ে ধানের ক্ষেতে ফেলে দেওয়ার পর নিয়ন্ত্রণহীন চারচাকাটিও ধান ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে যায়। গুরুতর জখম হন চালকসহ চারচাকায় থাকা চারজন আরোহী। অন্যদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিত ঘোষের।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই একট বিকট আওয়াজ পেয়ে তাঁরা ছুটে গিয়ে ঘটনাটি দেখতে পান। খবর যায় থানায়। উদ্ধার কার্য শুরু করেন স্থানীয় জনতাই। পুলিশ এসে স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে মৃত ও আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে পাঠায়। চারচাকায় থাকা এক আহত যাত্রীর দাবি, সাইকেল আরোহী আচমকাই রাস্তার মাঝে চলে আসায় চালক নিয়ন্ত্রণ রাখতে না পারাতেই এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি চারচাকাটি দুরন্তগতিতে না থাকলে এই দূর্ঘটনা এড়ানো যেত। চারচাকার যাত্রীরা মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া যাচ্ছিল বলে জানা গেছে। আহতদের একজনের আঘাতের পরিমান বেশি বলে জানা গেছে।

- Advertisement -
Latest news
Related news