Saturday, July 27, 2024

Sabang Storm: ৩ মিনিটের কালবৈশাখী ঝড় লন্ডভন্ড করে দিল সবংয়ের দোকান বাড়ি, ভেঙে পড়ল খুঁটি! বিদ্যুৎ বিহীন দশগ্রামের একাংশ

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের সবং থানার দশগ্রাম এলাকার একাধিক গ্রাম। ঝড়ে রাস্তার ধারে বেশকিছু অস্থায়ী দোকান তো উড়িয়ে নিয়ে গেছেই তারই সাথে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, মন্দির এবং প্রাথমিক স্কুল। তারই পাশাপাশি ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার ফলে দশগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি গ্রামও বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। সবং ব্লক প্রশাসন ও বিদ্যুৎ দপ্তর ঘটনাস্থলে গিয়ে পুনর্বাসনের কাজ শুরু করেছে বলে জানা গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

স্থানীয় বাসিন্দা অনুপম আদক, সুবর্ণ গুছাইতরা জানিয়েছেন, এদিন বিকাল থেকে হঠাৎই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। বিকাল ৪.৫৫ নাগাদ ঝড়ো হাওয়া ঝাঁপিয়ে পড়ে পটাশপুর ও দেহাটির মধ্যবর্তী সেতু সংলগ্ন এলাকায়। মাত্র ৩মিনিট স্থায়ী হয়েছিল ঝড়ের তীব্র দাপট। আর ওই তিন মিনিটেই লন্ডভন্ড হয়ে যায় সংলগ্ন রাজ্য সড়কের আশেপাশের গ্রাম গুলি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দশগ্রাম, দেহাটি, নানকার, কলাগেড়িয়া, কোলন্দা, বড়চারা প্রভৃতি গ্রামগুলি। প্রচুর গাছ ভেঙে পড়ায় স্তব্ধ হয়ে যায় রাজ্য সড়কে যান চলাচল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বড়চারা গ্রামের শিবমন্দির। ওই গ্রামের ডাঁসা টুডুর বাড়ির ওপরও গাছ ভেঙে পড়ায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলাগেড়িয়া প্রাইমারী স্কুলের একাংশ, সিংপুর গ্রামে গণেশ মুর্মুর বাড়ির ওপরেও গাছ পড়েছে।

স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, পটাশপুর দেহাটি রাজ্য সড়কের পাশে থাকা দুর্বল কাঠামোর বেশকিছু দোকান উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে। ঝড়ের সময় দোকানে আশ্রয় নেওয়া কিছু ব্যক্তির মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ পড়ে। এছাড়া একটি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ার ফলে দশগ্রাম দেহাটি, বড়চারা কোলন্দা, নানকার প্রভৃতি এলাকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও এই ঝড়ে হতাহতের কোনও খবর মেলেনি। খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই এলাকায় পৌঁছে অবস্থা স্বাভাবিক করার জন্য কাজ শুরু করে দিয়েছেন।

- Advertisement -
Latest news
Related news