Saturday, July 27, 2024

Kharagpur Accident: খড়গপুরে ঝড়ের তান্ডবে লোহার তোরন ভেঙে মৃত ১, আহত আরও ২জন! খড়গপুর হাওড়া শাখায় তার ছিঁড়ে আপ লাইনে দাঁড়িয়ে একাধিক ট্রেন

One bike rider was killed in Kharagpur local p.s area of ​​Kalbaishakhi. Anup Hui, a young man, died when a directional arch on the Barbetia-Jamna road near Changual broke. It is learned that the young man's house is in Gopinathpur. The young man was returning home from Kharagpur after completing his work. The iron gate broke just before he was about to cross the underpass on National Highway 60. He took the bike with him and pressed the gate. He died on the spot. The tragic accident took place just 2.5 km from his village। On the other hand the overhead connection wire on the upline 2km awya from of kharagpur station of Howrah-Kharagpur branch of South Eastern Railway has been torn and the movement of up line train has been disrupted. It is learned that even after 9.40 pm, 38823 Medinipur Howrah Fast Local is standing at Shyamchak station. On the other hand 12813 Steel Express is standing near Madpur station. 38825 Medinipur Howrah Fast Local is reported to be standing at Balichak station. 38827 Howrah Medinipur Fast Local stands at Panskura station. 38829 Medinipur Howrah Local is running quite late and is located near Nalpur at the moment. 12180 Howrah Mumbai is about 1 hour late. The railways have been informed. The repair work has started very fast. After a while the train movement will become normal.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: কালবৈশাখীর তান্ডবে খড়গপুর গ্রামীন থানা এলাকায় প্রাণ গেল ১ বাইক আরোহীর। বারবেটিয়া-জামনা রাস্তায় চাঙ্গুয়ালের কাছে রাস্তার ওপরে থাকা দিক নির্দেশক তোরন ভেঙে মৃত্যু হয়েছে অনুপ হুই নামে এক যুবকের। জানা গেছে ওই যুবকের বাড়ি গোপীনাথপুরে। যুবক খড়গপুর থেকে কাজ সেরে নিজের বাড়ি যাচ্ছিল। চাঙ্গুয়াল পেরিয়ে সে যখন ৬০ নম্বর জাতীয় সড়কের আন্ডারপাস দিয়ে পের হতে যাচ্ছিল তার কিছুটা আগেই ওই লোহার তোরনটি ভেঙে পড়ে তারওপর।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
এই ধরনের তোরন ভেঙে পড়েছে। Such arches are broken.

বাইক সহ তাকে নিয়ে তোরনটি চাপা দিয়ে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তারবাড়ি থেকে মাত্র ২.৫ কিলোমিটার আগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে ঝড়ের সময় রাস্তায় থাকায় গাছ ভেঙে আরও এক যুবক আহত হয়েছেন খড়গপুরে। শনিবারের কালবৈশাখী ঝড়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছের তলায় চাপা পড়ে দাসপুরে আহত হয়েছেন এক সাইকেল আরোহী।

ভেঙে পড়া তোরন, চাঙ্গুয়াল

অন্যদিকে দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার জকপুর স্টেশন পেরিয়ে খড়গপুর ঢোকার ২কিলোমিটার আগে মুখে আপলাইনের ওপরে থাকা ওভারহেড তার ছিঁড়ে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আপ লাইনের ট্রেন চলাচল। এমনিতেই ঝড় চলাকালীন আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। বিভিন্ন স্টেশনে বা স্টেশন সংলগ্ন লাইনে যাওয়া এবং আসার ট্রেনগুলি দাঁড়িয়ে পড়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও  আপলাইনের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি বেড়েছে। জানা গেছে রাত 9.40 পেরিয়ে গেলেও শ্যামচক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে 38823 মেদিনীপুর হাওড়া ফাস্ট লোকাল।

Railway mens working

অন্যদিকে 12813 স্টিল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে মাদপুর স্টেশনের কাছে। 38825 মেদিনীপুর হাওড়া ফাস্ট লোকাল বালিচক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। 38827 হাওড়া মেদিনীপুর ফাস্ট লোকাল দাঁড়িয়ে রয়েছে পাঁশকুড়া স্টেশনে। 38829 মেদিনীপুর হাওড়া লোকাল যথেষ্ট দেরিতে চলছে এবং এই মুহূর্তে নলপুরের কাছাকাছি অবস্থান করছে। 12180 হাওড়া মুম্বাই প্রায় ১ঘন্টা লেটে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে। খুবই দ্রুত গতিতে মেরামতির কাজ শুরু হয়েছে। কিছুক্ষনের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। ( রাত ১১.১০ নাগাদ আপ লাইন স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।)

- Advertisement -
Latest news
Related news