Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: বৃহস্পতিবার থেকে ঠান্ডা কমবে খড়গপুর মেদিনীপুরের, শনিবার থেকে শুরু ৩দিনের বৃষ্টি, ঝাড়গ্রামে ২দিন ও পূর্ব মেদিনীপুরে ৪দিন বৃষ্টির পূর্বাভাস

The minimum temperature in Kharagpur, Midnapore and Jhargram was below 9degrees Celsius on Tuesday, which touched 9 degrees on।Wednesday. Due to the western storm on Thursday, the temperature will rise further and on Friday, the winter may decrease a lot and bring a feeling of mild heat. It may start raining in East Midnapore on Saturday. The coastal districts, especially the 24 Parganas, East Midnapore, Howrah and Kolkata are likely to receive light rains on friday the 21st. Thunderstorms with light rain are likely in western districts like Murshidabad, Birbhum, Burdwan, West Midnapore, Bankura, Purulia on 22nd. There is a possibility of rain with thunderstorm in all the districts of South Bengal on 23rd and 24th i.e. Sunday and Monday. In other words, it is going to rain in Jhargram along with East Midnapore and West Midnapore for these two days. In other words, 3 days of rain will start in Kharagpur Medinipur from Suterday.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহের শুরু থেকে বুধবার অবধি কনকনে শীতের আমেজ খড়গপুর মেদিনীপুরে। প্রচন্ড ঠান্ডায় সন্ধ্যা হলেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তা ঘাট। যদিও বৃহস্পতিবার থেকে ফের এই ঠান্ডা কমতে শুরু করবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু ঠান্ডা কমার খবরে আনন্দিত হওয়ার কোনও কারন নেই খড়গপুর মেদিনীপুর বাসীর। উল্টে খারাপ খবর এটাই যে শনিবার থেকে ফের দক্ষিনবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে এও জানা গেছে যে টানা ৩দিন ধরে বৃষ্টির কবলে পড়তে চলেছে খড়গপুর মেদিনীপুর আর ২দিন বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে। পূর্ব মেদিনীপুরে আবার ৪দিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভবনা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাব পড়তে চলেছে এ রাজ্যেও। এখানকার আবহাওয়াতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। খড়গপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোম ও মঙ্গলবার তাপমাত্রার যে পতন শুরু হয়েছিল বুধবার ফের তা উপরে উঠতে শুরু করেছে। মঙ্গলবার এই তিন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রী সেলসিয়াসের নিচে যা কিনা বুধবার ৯ডিগ্রী ছোঁয়ার মুখে। বৃহস্পতিবার এই তাপমাত্রা আরও বাড়বে আর শুক্রবার শীত অনকেটাই কমে গিয়ে হালকা গরমের অনুভূতি আনতে পারে। শনিবার পূর্ব মেদিনীপুরে শুরু হতে পারে বৃষ্টি।

হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া  থাকবে। তবে ২১ তারিখ, শুক্রবার উপকূলবর্তী জেলাগুলি, বিশেষ করে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও  কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ২২ তারিখ, শনিবার পশ্চিমের জেলা, যেমন- মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা আছে।

২৩ এবং ২৪ তারিখ অর্থাৎ রবি এবং সোমবার দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ এই ২দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সাথে বৃষ্টি হতে চলেছে ঝাড়গ্রামেও। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে।পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা আগামী ২৪  ঘণ্টায় কোন পরিবর্তন হবে না কিন্তু ২৪ ঘন্টা পর থেকে আগামী ৪ দিনে ৩ থেকে ৪ ডিগ্রি রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তন অনুভব করতে পারবেন রাজ্যবাসী। আর রবিবার এবং সোমবার গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হতে পারে। উত্তর ভারতের দিক থেকে এগিয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘবৃষ্টির খেলা চলতে পারে রাজ্যে। আশা করা যাচ্ছে ২৫শে জানুয়ারি বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে ফের শীত ফিরতে পারে রাজ্যে। সেক্ষেত্রে বাঙালির ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজোয় ফের জাঁকিয়ে বসতে পারে শীত।

- Advertisement -
Latest news
Related news