Saturday, July 27, 2024

BJP MLA Join TMC: শনিবার ফের উইকেট পড়ল বিজেপির,তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক! বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে ৭১

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ভাঙন অব্যাহত বিজেপিতে। খোদ শুভেন্দু অধিকারীও ব্যাট ধরে রাখতে পারলেননা উইকেট। ৪৮ ঘন্টা আগে ব্যাট ধরে রুখবার চেস্টা করেছিলেন কালিয়াগঞ্জ বিধায়কের উইকেটটি রক্ষার কিন্তু শনিবার সেই উইকেটেরও পতন ঘটল। তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক। শুভেন্দু অধিকারী মাত্র ৪৮ ঘণ্টা আগেই দিলীপ ঘোষকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শুভেন্দু অধিকারী দেখানোর চেষ্টা করেছিলেন, বিজেপি সঙ্ঘবদ্ধ রয়েছে। ফাটলের কোনও সম্ভাবনা নেই।কিন্তু সেই ঘটনার দু’দিনের মাথাতেই আবারও পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক। দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় শনিবার তৃণমূলের ভবনে গিয়ে দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেন তৃণমূলে।

সূত্রের খবর অনুযায়ী, যেদিন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন, সে দিনই সৌমেন রায়েরও তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু একটু অপেক্ষা করেই তৃণমূলে যোগ দিলেন তিনি। ঘটনাচক্রে, সৌমেন রায়ও আগে তৃণমূলেই ছিলেন। কিন্তু বাকি দলবদলুদের মতো ভোটের আগে তিনিও তৃণমূলে যোগ দেন।

এদিন সৌমেন বলেন, “আমি ছাত্রজীবন থেকেই তৃণমূলে আছি। ঘটনাচক্রে আমি বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করি। কিন্তু আমার মন-প্রাণ তৃণমূল কংগ্রেসেই পড়ে ছিল।” অবশ্য সৌমেনের এই কথা নতুন কিছু নয় এখন যারাই বিজেপি ছাড়ছে তারাই এই ধরনের কিছু না কিছু বলছেন। যেমন বিধানসভা নির্বাচনের আগে যারা তৃনমূল কংগ্রেস ছাড়ছিলেন তাঁদের বক্তব্য ছিল দলে তাঁদের দমবন্ধ হয়ে আসছে।

তবে, বিধানসভা ভোটে ৭৭ আসনে জয়লাভের পর নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ ত্যাগ করেন। এরপর প্রথমে মুকুল রায় ও পরবর্তী সময় তন্ময় ঘোষ ও বিশ্বজিৎ দাসও দলত্যাগ করেন। এ বার চলে এলেন সৌমেন রায়ও। ফলে বিজেপি যে আরও দুর্বল হল, তা বলাই যায়। ফলে ৭৭ থেকে কমে হল ৭১ বর্তমানে রাজ্য বিজেপির বিধায়ক সংখ্যা।

- Advertisement -
Latest news
Related news