Saturday, July 27, 2024

Weather Kharagpur midnapore Digha: আরও একটি নিম্নচাপ, খড়গপুর মেদিনীপুরে আরও বৃষ্টি! বৃষ্টি হবে ঝাড়গ্রামেও, উত্তাল দিঘা, সেচের ঘাটতি মিটিয়ে ঠান্ডা আবহাওয়া জঙ্গলমহলে

The forecast of the Meteorological Department has been met to the letter. Rain started on Thursday night in different parts of Kharagpur Midnipur Ghatal subdivision. It is raining in Jhargram. The sky has been cloudy since Friday morning. The sun is covered with clouds. light rain the wind is blowing Sometimes the sun may be seen for a while. But seeing that sunshine there is no reason to think that the rain will catch up. The Meteorological Department has issued a forecast of rain throughout the day on Friday due to low pressure again in the Bay of Bengal. It has been informed by the weather office that there may be heavy rain in some places. Besides, this rain is going to continue till Saturday. At present, the depression is located 250 km east-southeast of Digha. The depression is 210 km east-southeast of the sea. Heavy rain forecast has been issued in Purulia, Jhargram, Paschim Medinipur, Bankura, two Burdwans. On the other hand, a warning has been issued in the coastal areas and it has been said that fishing in the deep sea cannot be done for the next 2 days. Also those who are already at sea should return quickly. Besides, a ban on sea bathing has been issued. Since Friday morning, the Digha Police and the Nulias have removed the tourists from the water.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেছে অক্ষরে। বৃহস্পতিবার রাত গড়িয়ে বৃষ্টি শুরু হয়েছে খড়গপুর মেদিনীপুর ঘাটাল মহকুমার বিভিন্ন অংশে। বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামে। শুক্রবার সকাল থেকেই থেকেই আকাশের মুখভার। মেঘের চাদরে মুখ ঢেকেছে সূর্য। ঝমঝম বৃষ্টি। বইছে হাওয়া।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
Fishermen of digha are return

মাঝে মধ্যে হয়ত কিছুক্ষনের জন্য রোদের দেখা মিলছে। তবে সেই রোদ দেখে বৃষ্টি ধরে যাবে এমনটা ভাবার কোনও কারন নেই। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের জেরে শুক্রবার দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি এই বৃষ্টির রেশ গড়াতে চলেছে শনিবার অবধি।

কারন হিসেবে বলা হচ্ছে জোড়া নিম্নচাপের কবলে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছিল মায়ানমারের দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সেটি বাংলার দিকে এগিয়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ ১৮ অগস্ট থেকে ২০ তারিখের মধ্যে এই নিম্নচাপ বাংলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম দুই-২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার সন্ধ্যায় বালাসোর ও সাগরের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল অতিক্রম করবে এটি। এই মুহূর্তে দিঘা থেকে ২৫০ কিমি পূর্ব দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। সাগর থেকে ২১০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে নিম্নচাপটি।

এদিকে নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করে বলা হয়েছে আগামী ২দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবেনা। পাশাপাশি যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাঁরা যেন দ্রুত ফিরে আসেন। পাশাপাশি সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই দিঘা পুলিশ ও নুলিয়ারা মিলে সমুদ্রস্নানের জন্য নামা পর্যটকদের জল থেকে সরিয়ে দিয়েছে।

- Advertisement -
Latest news
Related news