Saturday, July 27, 2024

Fack Inteligence Buruae: এবার জঙ্গলমহলে ভুয়ো আই.বি আধিকারিক? যুবককে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম পুলিশ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: কলকাতা কর্পোরেশনের ভুয়ো জয়েন্ট কমিশনার দেবাঞ্জন দেব ধরা পড়ার পর রাজ্য জুড়ে যেন ভুয়ো আধিকারিক ধরা পড়ার হিড়িক পড়েছে। ভুয়ো বিচারক, ভুয়ো আইনজীবী, ভুয়ো সিবিআই ইত্যাদি ইত্যাদি। আর ভুয়োর তালিকায় মহানগর থেকে জেলা কোথায় নেই। এবার জঙ্গলমহল গ্রেপ্তার হল এক ভুয়ো আই.বি (Inteligence Buruae) আধিকারিক।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ধৃত এই যুবকের বিরুদ্ধে ভুয়ো আই বি অফিসার পরিচয় দিয়ে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। রবিবার ওই ভুয়ো আইবি আধিকারিককে আর্থিক প্রাতরনা ও জালিয়াতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করেছে পুলিশ ।পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত যুবকের নাম অমিয় কুন্ডু, তার বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর থানার বকসী গ্রামে। ওই যুবক ঝাড়গ্রাম শহরের  নৃপেণপল্লী এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতো।

অভিযুক্ত এই যুবকের বিরুদ্ধে ঝাড়গ্রামের এক বাসিন্দা মানসী পড়িয়া অভিযোগ এনেছেন যে অমিয় তাঁকে ঝাড়গ্রাম থানায় চাকরি দেওয়ার নাম করে আই বি অফিসার পরিচয় দিয়ে ৭ লক্ষ ৯২ হাজার টাকা নেওয়ার অভিযোগ দায়ের করে। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

যদিও এই অভিযোগ মানতে চাননি অমিয়। অমিয়র পাল্টা অভিযোগ তাঁকে ফাঁসানো হয়েছে। অমিয় বলেন, ‘ আমি চক্রান্তের শিকার। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি প্রাইভেট টিউশন পড়িয়ে এখানে থেকে খাওয়া-দাওয়া করি। আমি কাউকে আইবি পরিচয় দেয়নি। আদালতে প্রমাণ হবে আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ  মিথ্যে।’

পুলিশ তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। আরও কোনও ব্যক্তি তাঁর দ্বারা প্রতারিত হয়েছে কিনা বা আরও অন্য কোনও অভিযোগ রয়েছে কিনা তা খোঁজ করছে পুলিশ। যুবক বাঁকুড়া থেকে ঝাড়গ্রামে এসে থাকত, তাঁর জীবনযাত্রার মান কী রকম ছিল সে সবও খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -
Latest news
Related news