Saturday, July 27, 2024

Sayantika Banerjee: বাঁকুড়ায় লরির ধাক্কায় আহত অভিনেত্রী সায়ন্তিকা, দুমড়ে গেল তাঁর গাড়ি

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: যাকে বলে চুল ব্যবধানে বেঁচে যাওয়া, তেমনটাই জীবন রক্ষা হল বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। যদিও হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি, দুমড়ে গেছে তাঁর এসইউভি গাড়িটি।পরিস্থিতি সামাল দিতে কলকাতা ফেরা বাতিল করে দিতে হয় তাঁকে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বৃহস্পতিবার বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে। আপাততঃ বাঁকুড়ায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনায় উদ্বেগে রয়েছে তাঁর পরিবার ও কলকাতার শিল্পী মহল। উদ্বেগ ছড়িয়েছে তৃনমূল কংগ্রেসের অন্দরে কারন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তিনি। দলীয় কর্মসূচি সেরেই ফিরছিলেন তিনি।

জানা গেছে সপ্তাহখানেক ধরে বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে তাঁর গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে।

এই দুর্ঘটনায় চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজনের। দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে গেছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -
Latest news
Related news