Saturday, July 27, 2024

IIT Kharagpur: বছরে বেতন ২কোটি ৪০লক্ষ! লকডাউনে কামাল খড়গপুর আইআইটির

It is a matter of immense pride for IIT Kharagpur as the third day of the Placement Session was historical with a plethora of shattered records. The dawn of Day 3 saw the tally of offers crossing the 1000 mark in record-breaking time among all IITs. The total number of offers stands at a bit shy of 1300 at the end of Day 3. These also include 420+ Pre-Placement Offers, which is again the most number offered till date. With not one but two 2Cr+ offers, this year also recorded the highest package ever offered in the history of all IITs. The tally of 1Cr+ offers crossed 20, of which over 10 are domestic offers. By the end of the day, there were 35+ international offers.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবদাদাতা: দেশের আইআইটি (IIT)গুলির ইতিহাসে নজির তৈরি করল আইআইটি খড়গপুর (Indian Institute of Technology Kharagpur)। অতিমারি আর লকডাউনের মধ্যেই আইআইটি খড়গপুরের এক পড়ুয়া পেলেন বছরের ২কোটি ৪০লক্ষ টাকার প্যাকেজ। যার অর্থ মাসিক বেতন ২০লক্ষ! আইআইটি খড়গপুরের যে প্লেসমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাঁর তৃতীয় দিনে এই সর্বোচ্চ অফার উঠে এসেছে বলে জানা গেছে শনিবার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আইআইটি খড়গপুর সূত্রে জানা গেছে বাৎসরিক ২কোটি টাকা বা তার বেশি বেতনের চাকরি পেয়েছেন ২জন। এই বছর তারা আইআইটির ইতিহাসে সবচেয়ে বেশি প্লেসমেন্ট অফার পেয়েছে। যার মধ্যে সর্বোচ্চ মাইনের প্যাকেজ বাৎসরিক ২.৪০ কোটি টাকা। অন্যজন বাৎসরিক ২কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন।

ওই তথ্য অনুযায়ী, আইআইটি খড়গপুর এ বছর ১,১০০-র বেশি প্লেসমেন্ট অফার পেয়েছে। আইআইটি খড়গপুর নিজেদের বয়ানে জানিয়েছে, ‘বর্তমান মহামারীর পরিস্থিতি সত্ত্বেও আইআইটি খড়গপুরে বড় সংখ্যায় প্রি-প্লেসমেন্ট অফার (Pre-Placement Offers) এসেছে, যা ভারতের অন্য সমস্ত শীর্ষ উচ্চ শিক্ষাসংস্থানগুলির চেয়ে বেশি।’ দেখা যাচ্ছে কোম্পানিগুলি হাত খুলে স্যালারি প্যাকেজ দিয়েছে পড়ুয়াদের।

একটি সার্ভারতীয় সংবাদমাধ্যম NDtv India বলছে, আইআইটি খড়গপুরের ছাত্ররা ৩৫টি আন্তর্জাতিক চাকরির অফার পেয়েছে। আইআইটি বয়ান জারি করে বলেছে, দুটি বড় নিয়োগকারী সংস্থা বাৎসরিক ২- ২.৪ কোটি টাকা প্যাকেজ সহ দুটি বড় প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, ‘এখনও পর্যন্ত আমাদের ছাত্ররা এক কোটি টাকা ২০টির বেশি প্যাকেজ পেয়েছে।’

আইআইটি খড়গপুরের পড়ুয়াদের নিজেদের সংস্থায় পাওয়ার জন্য নিয়োগকারী প্রধান কোম্পানিগুলির মধ্যে ছিল ক্যালকম, মাইক্রোসফট, গুগল, উবের, ইন্টেল, আমেরিকান এক্সপ্রেস, হ্যানিবেল, স্যামসঙ, আর আইবিএম। এই প্লেসমেন্ট সেশন তিনদিন ধরে শুক্রবার পর্যন্ত চলে। আইআইটি খড়গপুরের এখ মুখপাত্র বলেছেন, সফটওয়্যার, অ্যানালিটিক্স, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্কিং, ফিনান্স সহ সমস্ত ক্ষেত্রের ১০০-র বেশি কোম্পানি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল।

প্রসঙ্গত দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি সর্বশ্রেষ্ঠ হিসেবে গন্য হয়। সারা দেশে মোট ২৩টি আইআইটি শিক্ষা সংস্থান রয়েছে। এর মধ্য আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি বম্বে উল্লেখযোগ্য। আইআইটি খড়গপুরের পড়ুয়াদের অনলাইন সংবাদ পরিবেশনের ফেসবুক পেজ Awaaz জানিয়েছে, শুধু ২ কোটি বা তার ওপরে ২টি অফার সমস্ত আইআইটির ইতিহাসকেই ছাড়িয়ে গেছে। ১কোটি বা তার ওপরে চাকরি পেয়েছেন এমন সংখ্যাটা ২০ জন পড়ুয়ার যার মধ্যে দেশীয় সংস্থাগুলিই ১০জনকে নিয়োগ করছেন। মোট ৩৫ জনেরও বেশিকে নিয়োগ করছেন আন্তর্জাতিক সংস্থাগুলি।

- Advertisement -
Latest news
Related news