Saturday, July 27, 2024

Kharagpur Drugs: খড়গপুর ও ডেবরায় গাঁজা পাচার কান্ডে গ্রেপ্তার ১০! উদ্ধার ৫০ কেজি গাঁজা

Kharagpur Grameen and Debra Thana in West Midnapore had great success in drug smuggling. Police on Thursday recovered 50 kg of cannabis smuggled from two places in the area. A total of 10 people have also been arrested in the incident. Police seized the cannabis and produced the 10 accused in court on Friday. According to police sources, four youths were traveling in a vehicle carrying 26 kg of cannabis at a place in Sankrail area of ​​Jhargram district through Poradiha on the National Highway adjacent to Kalaikunda in Kharagpur rural police station area. They were walking near Poradiha market. Their movements are suspected by the police. When the police started questioning them, they started saying inconsistent things. After that, the police searched the vehicle and found some packets inside the vehicle. When you open that packet, you can see that it contains cannabis. It was later found that the amount of cannabis recovered was 27kg.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মাদক চোরা চালানে বড়সড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এবং ডেবরা থানা। বৃহস্পতিবার দুই থানা এলাকার দুটি জায়গা থেকে চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় মোট ১০জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ১০ অভিযুক্তকে শুক্রবার আদালতে পেশ করেছে পুলিশ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে জানা গেছে খড়গপুর গ্রামীণ থানা এলাকার কলাইকুন্ডা সংলগ্ন জাতীয় সড়কের পোড়াডিহা হয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এলাকার একটি জায়গায় ২৭কেজি গাঁজা নিয়ে একটি গাড়িতে চারজন যুবক যাচ্ছিল। পোড়াডিহা বাজারের কাছে ঘোরাফেরা করছিল তারা। তাদের গতিবিধি সন্দেহ হয় পুলিশের। পুলিশ কর্মীরা তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে অসংগত কথা বার্তা বলতে থাকে তারা। এরপরই পুলিশ গাড়ির তল্লাশি নিলে গাড়ির ভেতর থেকে কয়েকটি প্যাকেট পাওয়া যায়। সেই প্যাকেট খুললে দেখা যায় গাঁজা রয়েছে তাতে। পরে ওজন করে দেখা যায় উদ্ধার হওয়া গাঁজার পরিমান ২৭কেজি।

পুলিশ সূত্রে জানা গেছে খড়গপুর শহরে যেমন গাঁজা কেনা বেচার বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে তেমনই খড়গপুরকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে গাঁজা চোরাচালানের কারবারও চলে থাকে। মূলতঃ পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকে ট্রেনে বা সড়কপথে খড়গপুরের পেডলারদের কাছে গাঁজা এসে পৌঁছায় তারপর তাদের মারফৎ তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। খড়গপুর শহর ছাড়াও খড়গপুরের গ্রামীন অংশ বিশেষ করে কলাইকুন্ডা, গোকুলপুর ইত্যাদি কেন্দ্র থেকে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের দিকে গাঁজা চালান হয়। সেরকমই একটি চক্রই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামের সাঁকরাইল চোরাচালানের পথে ধরা পড়ে।

বৃহস্পতিবারই ডেবরা থানার একটি এলাকা থেকে বেশ কয়েক কেজি গাঁজা সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে যদিও এ বিষয়ে ডেবরা থানা থেকে সরাসরি কিছু জানা যায়নি। ডেবরার এক পুলিশ আধিকারিক ৬জন মাদক কারবারি গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করে নিলেও তাদের কাছ থেকে কী মাদক বা তার পরিমান কত বলেননি। অন্য একটি সূত্র মারফৎ জানা গেছে যে ওই ৬জন গাঁজা সহ ধরা পড়েছে। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরের দুই থানায় প্রায় ৫০কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -
Latest news
Related news