Monday, May 20, 2024

paralympics tokyo: ভারতের এক ডজন পদক পূর্ণ! প্যারালিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক জিতে ইতিহাস লিখল অবনী লেখারা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মেয়েদের ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ অর্জন করলেন ১৯ বছরের অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিকে ভারতীয় শুটার অবনী লেখারার এটি এক ইতিহাস।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

অবনী শুক্রবার মেয়েদের ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ অর্জন করেন। একই প্যারালিম্পিকে দুটি পদক জিতে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করলেন অবনী। পাশাপাশা অবনীর ব্রোঞ্জের পর ভারতের ঝুলিতে এখন পদক সংখ্যা ১২।

অবনী এর আগে টোকিও প্যারালিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন । সোনা জিতেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন জয়পুরের মেয়ে। চর্চাতে তিনি ছিলেনই। কিন্তু এ বার একই প্যারালিম্পিকে দুটি পদক জিতে রীতিমতো চর্চার শিরোনামে পৌঁছে গেলেন অবনী।

টোকিও অলিম্পিকে ভারতীর শুটারদের কাছে যেখানে ছিল একরাশ প্রত্যাশা। সেখানে প্রাপ্তি শুধুই ব্যর্থতা। কিন্তু প্যারালিম্পিকে শুটিং থেকে ভারতকে দুটি পদক এনে দিয়ে ইতিহাসের পাতায় অবনী।

ভারতের এক ডজন পদক পূর্ণ হয়ে গেল সোনার মেয়ে অবনীর প্যারালিম্পিকে দ্বিতীয় পদক জয়ের পর । এখনও পর্যন্ত দুটি সোনা, ৪টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এসেছে এ বারের প্যারালিম্পিক থেকে।

- Advertisement -
Latest news
Related news