Saturday, July 27, 2024

Tripura Gun Shot: স্ত্রীর কাছে যাওয়ার ছুটি না মঞ্জুর! কমান্ডার সহ দুই আধিকারিককে গুলি করে মারলেন জওয়ান

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: স্ত্রীর কাছে যেতে চেয়ে ছুটি চেয়েছিলেন বদলে মিলেছিল নতুন করে প্রশিক্ষণে যোগ দেওয়ার আদেশ। মানসিক চাপ ধরে রাখতে না পেরে নিজেরই ব্যাটেলিয়ানের এক কমান্ডার সহ দুই আধিকারিককে গুলিতে ঝাঁঝরা করে দিলেন এক জওয়ান। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই মর্মান্তিক ও ভয়ঙ্কর কান্ডটি ঘটেছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৩০কিলোমিটার দুরে ওএনজিসির(ONGC) একটি দপ্তরে। ঘটনার পরই পুলিশের কাছে নিজের ইনসাস রাইফেল সহ আত্মসমর্পণ করেছেন ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) পঞ্চম ব্যাটেলিয়নের কনস্টেবল সুকান্ত দাস।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা গেছে ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কোণাবনে ওএনজিসি-র একটি  সেন্টারের নিরাপত্তার দায়িত্বে ছিল TSR পঞ্চম ব্যাটেলিয়নের একটি কোম্পানি। সেই কোম্পানির অন্যতম জওয়ান কনস্টেবল সুকান্ত দাস। তাঁর স্ত্রীও পুলিশ কর্মী। সুকান্তর স্ত্রী কনস্টেবল  মল্লিকা রিয়াং চাক পোস্টিং রয়েছেন উদয়পুরের রাধাকিশোরপুর থানায়। স্ত্রী-র কাছেই নাকি যেতে চেয়েছিল সুকান্ত। কিন্তু, কোনও একটা প্রশিক্ষণের কথা বলে তাকে আটকে রাখেন কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মার্কাস সিং জমাতিয়া।

শনিবার সকালে কেন তাঁর ছুটি মঞ্জুর হয়নি এই নিয়েই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পর কনস্টেবল সুকান্ত দাস মাথা গরম করে নিজের ইনসাস রাইফেল থেকে গুলিবৃষ্টিতে কোম্পানি কমান্ডার মার্কাসের দেহ ঝাঁঝরা হয়ে দেয়। মার্কাসকে গুলি করার সময় সুকান্তকে আটকানোর জন্য ছুটে এসেছিলেন সুবেদার কিরণ জমাতিয়া। কিন্তু তিনিও গুলিবিদ্ধ হন। তাঁকে হাঁপানিয়ার আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী। ঘটনায় থমথমে ওই ক্যাম্প।

পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনার পর সুকান্ত দাস তার রাইফেল নিয়ে মধুপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। সুপার আরও  জানান, জওয়ান সুকান্ত দাসের ছুটি মঞ্জুর হয়েছিল । তবুও তাকে কেন আটকে রাখা হয়েছিল তিনি এখনও জানতে পারেননি। জওয়ান সুকান্ত দাস-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই আধিকারিকের ময়নাতদন্তের পর বিকেলে টিএসআর এবং পুলিশের  পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বিশালগড় গোকুলনগরে টিএসআর ১ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরে দুই নিহত সুবেদার-কে গান-স্যালুট দেওয়া হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। পাশাপাশি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

- Advertisement -
Latest news
Related news