Saturday, July 27, 2024

Union Budget 2022-23: বাজেটে ছাড় পেলনা মধ্যবিত্ত, কর্পোরেটে ছাড়! এলআইসি বেচা শুরু হবে, নতুন বোতলে পুরানো মদ নির্মলার

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: করোনা আর লকডাউনে আয়করে (Income Tax Slabs 2022-23) কিছুটা ছাড় মিলবে আর ধনীদের ওপর কর চাপিয়ে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দেবেন এমনটাই ভাবছিলেন অর্থনীতিবিদদের একাংশ। যদিও হল তার উল্টোটাই। মধ্যবিত্তর আশায় জল ঢেলে দিয়ে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল আনলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ গত বছরের পর এবছরও একই রইল আয়কর। ফলে হতাশ বিকল্প অর্থনীতির প্রবক্তারা। তাঁদের মত ছিল করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা আরও কিছুটা বাড়ানো হলে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়বে। বাজারে কেনাবেচা বাড়লে চাঙ্গা হবে অর্থনীতি। কিন্তু বাস্তবে যেটা দাঁড়ালো তাতে অর্থনীতি চাঙ্গা হওয়ার ক্ষেত্রেও নির্মলা সীতারমণের এই বাজেট (Budget 2022-23)বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ৷

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

তবে সাধারণ করদাতাদের কোনও সুখবর না দিলেও কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন নির্মলা সীতারমণ৷ তিনি জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্সের হার কমিয়ে ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে৷ অর্থাৎ এই বাজেট থেকে ধনকুবের বা বিত্তশালীরা সরাসরি লাভ পাচ্ছেন। সরকারের বক্তব্য, এতে শিল্পে কিংবা পরিষেবা ক্ষেত্রে আরও বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই বাজেটের আরও একটি গুরুত্বপূর্ণ দিক যে এবার সরাসরি জীবনবীমার (LIC) শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা করেছেন সীতারামন। ফলে এই সংস্থার ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ ক্রমশঃ হ্রাস পেতে শুরু করবে। দেখে নেওয়া যাক এক কথায় বাজেটের মূল বিষয়গুলি। কী বলেছেন অর্থমন্ত্রী-

#দেশের গরিব মানুষের জীবনে বদল আনাই আমাদের বাজেটের লক্ষ্য।
#পিএম গতিশক্তি মাস্টারপ্ল্যান চালু হবে
#শীঘ্রই বাজারে এলআইসি শেয়ার বিক্রি
#দেশের চার জায়গায় মাল্টি মডাল লজিস্টিক পার্ক
#করোনা পরিস্থিতি কাটিয়ে ভালো সময় এসেছে, মজবুত হচ্ছে দেশের অর্থনীতি, বাড়ছে বিনিয়োগ
#৬০ লক্ষ নতুন চাকরি মিলবে।
#পিপিপি মডেল তৈরি হবে পার্ক, আগামী ৩ বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন।
#গঙ্গা উপত্যাকায় রাসায়নিক মুক্ত চাষ হবে
#পিপিই মডেলে পর্বতমালা প্রকল্প, পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটির ঘোষণা।

#আগামী 25 বছরের দিশা দেবে এই বাজেট।
#দেশেই তৈলবীজ উত্‍পাদনের ওপর জোর।
#১০.৩০ লক্ষ MSME-র জন্য ঋণের সুবিধা
#স্থানীয় ব্যবসায় উত্‍সাহ দিতে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্প।
#নতুন করে সেচের আওতায় 9.5 হেক্টর কৃষিজমি।
#এমএসপির জন্য 2.73 লক্ষ কোটি টাকা বরাদ্দ
#আবাস যোজনা ৮০ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা ৪৭ হাজার কোটি টাকা বরাদ্দ।

#করোনায় মানসিকভাবে অসুস্থদের জন্য টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম, ২৩টি হেল্প সেন্টার।
#করোনা জেরে স্কুল বন্ধ, পড়ুয়াদের জন্য ওয়ান ক্লাস, ওয়ান চ্যানেল।
#দেশের প্রতি পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং, 75 জেলায় 75 ডিজিটাল ব্যাংক।
#বাড়ি বাড়ি জল দেওয়ার প্রকল্পের 60 হাজার কোটি টাকা বরাদ্দ।
#মিলেট চাষ ও ব্র্যান্ডিংয়ে বিশেষ জোর।
#এই আর্থিক বছরে চালু হবে উন্নত মানের ই-পাসপোর্ট।

#ড্রোন শক্তি প্রকল্পে বাড়তি গুরুত্ব দেবে সরকার।
#নগর উন্নয়ন পরিকাঠামোয় বিশেষ কমিটি, এক ছাতার তলায় আনা হবে সব সড়ক যোজনাকে।
#ই গাড়িতে বিশেষ জোর, ব্যাটারি চার্জ সেন্টার বাড়ানো হবে।
#রেলে পিপিপি মডেলে বাড়তি গুরুত্ব।
#উত্তর-পূর্বের জন্য দেড় হাজার কোটির নয়া প্রকল্প
#বেসরকারি উদ্যোগে দেশে চালু হবে 5G ইন্টারনেট পরিষেবা।
#এই আর্থিক বছরে স্পেক্ট্রাম নিলাম, 2025 এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার।

#প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি কমানোর সিদ্ধান্ত।
#প্রতিরক্ষা সরঞ্জামের ৬৮% কেনা হবে দেশীয় সংস্থা থেকে।
#প্রতিরক্ষা বরাদ্দের 25 শতাংশ খরচ গবেষণায়, ডিআরডিও-র সঙ্গে কাজ করবে বেসরকারি সংস্থা।
#তাপবিদ্যুত্‍ কেন্দ্রে 5 থেকে 7 শতাংশ বায়ো মাস ব্যবহার।
#ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাংক।
#ব্লকচেন প্রযুক্তি চালু করবে রিজার্ভ ব্যাংক, ব্যাংকে লেনদেন হবে ডিজিটাল কারেন্সিতে।

#ট্যাক্স রিটার্নে সরলীকরণ, দু বছর পর্যন্ত ভুল শোধরানোর সুযোগ আপডেটেড রিটার্ন ফাইল তৈরি করে।
#রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ কেন্দ্রীয় সরকারের, 50 বছরের মেয়াদে শোধ করা যাবে ঋণ।
#ডিজিটাল সম্পত্তি লেনদেনের ৩০% আয়কর, ডিজিটাল সম্পত্তি উপহারও করযোগ্য।
#কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে হলো ১৫ শতাংশ।
#জিএসটি বাবদ 1 লক্ষ 40 হাজার কোটি টাকা আদায়।
#এনপিএস-এ কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে হল 14 শতাংশ।
#ন্যাশনাল পেনশন স্কিমে সামঞ্জস্য আনার উদ্যোগ
#পেনশনভোগী ও বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড় ঘোষণা সরকারের।

 

- Advertisement -
Latest news
Related news