Saturday, July 27, 2024

Son of Shahrukh Khan Arrested: মাদক কাণ্ডে গ্রেপ্তার হলেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে! স্তম্ভিত দেশ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: টানা ১৬ঘন্টা জেরার পর অবশেষে গ্রেপ্তার করা হল বলিউড বাদশা শাখরুখ খানের ছেলে আরিয়ানকে। গ্রেপ্তার করল ভারতের মাদক বিরোধী অভিযান সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। জানা গেছে শনিবার কর্ডেলিয়া নামের এক প্রমোদতরীর রাত্রিকালীন এক পার্টিতে অভিযান চালিয়েছিল এনসিবি। সেখান থেকেই আটক করা হয় ২৩ বছর বয়সী আরিয়ান সহ মোট ৮ জনকে। শনিবার রাত থেকে রবিবার দুপুর অবধি টানা জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে থেকে ৩ জন কে গ্রেপ্তার করা হয়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

আরিয়ান ছাড়াও বাকি ধৃতরা হল আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নূপুর সারিকা, ইসমীত সিং, মোহাক জাসওয়াল, ভিকরান্ত ছোকার, গোমিত চোপরাকে।এনসিবি সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই প্রমোদতরীর পার্টিতে মাদক নিয়েছেন বলে স্বীকার করেছেন আরিয়ান। এনসিবির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি এই স্বীকারোক্তি দেন।

জানা গেছে যাত্রীর ছদ্মবেশে এনসিবির একটি টিম কর্ডেলিয়া জাহাজে উঠে এই অভিযান চালিয়েছিল।  সূত্র মারফৎ জানা গেছে বিলাসবহুল ওই প্রমোদতরীর মহার্ঘ্য পার্টি থেকে একসট্যাসি, কোকেইন, এমডি (মেফিড্রোন) ও চরস জব্দ করেছে এনসিবি অভিযান চালানো দলটি। এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি মুম্বাই ত্যাগ করার পর গোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহুর্তে ওই পার্টি শুরু হয়েছিল আর তারপর থেকে তারা আরব সাগরেই ছিল।

তদন্তকারীরা জেনেছে, আগেও মাদক অর্ডার করেছিলেন আরিয়ান। তাঁর হোয়াটস্‌অ্যাপ চ্যাট থেকে স্পষ্ট। জেরায় আরিয়ান জানিয়েছেন , তিনি মাদক নিয়েছেন এবং তা নিয়ে ভুল করেছেন। এর আগে কখনও তিনি মাদক নেননি। শারীরিক পরীক্ষার জন্য আরিয়ানকে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  জানা গিয়েছে, ওই উদ্দাম মাদক পার্টি থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, এমডিএমএ–র ২২টি পিল উদ্ধার করেছে এনসিবি। এছাড়াও মিলেছে চরস, মেফিড্রোন (‌এমডি)‌। এসব মাদক অন্তর্বাস, পার্সের লুকিয়ে রেখেছিলেন যাত্রীরা।   আটক করার পর ওই তিন জনকে মাদক পরীক্ষার জন্য জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার সকালে। তাঁদের মধ্যে এক জন আরিয়ান।

প্রমোদতরী সংস্থা জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে কর্ডেলিয়া ক্রুজ কোনওভাবেই জড়িত নয়। দিল্লির একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ক্রুজটি ভাড়া নিয়েছিল। মহারাষ্ট্রের শাসকজোটের অন্যতম দল কংগ্রেস এর মধ্যেই দাবি করেছে, গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরাতেই এসব তল্লাশি অভিযান চালাচ্ছে এনসিবি। গুজরাটের মুন্দ্রা বন্দরে মাদক ধরা পড়েছে। সেসব থেকে নজর ঘোরাতে এসব করা হচ্ছে। এদিকে আরিয়ানের গ্রেপ্তারের কিছুক্ষণ আগেই বাড়ি থেকে শাহরুখকে বেরোতে দেখা গিয়েছে। জানা গেছে, আইনজীবীর দপ্তরে গেছেন তিনি।

- Advertisement -
Latest news
Related news