Saturday, July 27, 2024

Indian Army Choper Crashed: ভারতীয় সেনা প্রধান বিপিন রওয়াত ও তাঁর স্ত্রী সহ ১৪ জনকে নিয়ে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার! উদ্ধার ৭ মৃতদেহ

An Army helicopter (Indian Army Helicopter Crashes in Tamil Nadu) crashed at Kunnur in Tamil Nadu with 14 passengers including CDS Bipin Rawat and his wife. A statement from the Air Force confirmed that Bipin Rawat was in the helicopter. However, nothing is known about the physical condition of Bipin Rawat or his wife However, the PTI quoted a source as saying that 7 bodies have been recovered so far. Three critically injured people were taken to Army Hospital in Wellington.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: এই সময় কালের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে গেল ভারতে। খবর পাওয়া গেছে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ও তাঁর স্ত্রী সহ ১৪ জন যাত্রীকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার (Indian Army Helicopter Crashes in Tamil Nadu)৷ বিপিন রাওয়াত (Bipin Rawat) যে ওই হেলিকপ্টারে ছিলেন, তা বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে৷ তবে প্রথমে বায়ুসেনার পক্ষ থেকে এই খবর জানিয়ে ট্যুইট করে জানানো হলেও কিছুক্ষণ পরেই তা মুছে ফেলা হয়৷

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

তবে এখনও বিপিন রাওয়াত বা তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি৷ যদিও PTIএকটি সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম The Times of India জানিয়েছে এখনও অবধি ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩ গুরুতর আহতকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এমআই সিরিজের IAF Mi-17V5 কপ্টারটি কোয়েন্বাটোর এবং সুলুরের মধ্যে ভেঙে পড়ে (helicopter crash today)৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে নীলগিরি পাহাড়ের দুর্গম এলাকায় জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে ওই সেনা কপ্টারটি৷ হেলিকপ্টারে পাইলট বাদেও চোদ্দ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে (Army Helicopter Crash in Tamil Nadu)৷

একটি সূত্রে জানানো হয়েছে ৬টি আ্যম্বুলেন্স সহ ১২জনের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অপারেশন চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া আহতদের অবস্থা খুবই সঙ্কটজনক হয়ে পড়েছে। হেলিকপ্টারে বিপিন রওয়াত তাঁর স্ত্রী মধুলিকা ছাড়াও ব্রিগেডিয়ার এল.এস লিডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দার সিং, উচ্চ পদাধিকারি গুরসেবক সিং, জিতেন্দ্র কুমার, ল্যাফটেনেন্ট নায়েক বিবেক কুমার, ল্যাফটেনেন্ট নায়েক বি সাই তেজা এবং হাবিলদার সৎপাল ছিলেন। বিপিন রওয়াতকেও হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর শারীরিক অবস্থা জানা যায়নি।
পরবর্তী আপডেট নজরে রাখুন

- Advertisement -
Latest news
Related news