Saturday, July 27, 2024

Rujira Banerjee & E.D: ই.ডির সাথে মিথ্যাচার! ‘ঝুঁকিপূর্ণ’ দিল্লী ঘুরে বেড়িয়েছেন অভিষেকের স্ত্রী! আদালতে রুজিরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: করোনার সময় ২ শিশুকে ছেড়ে ই.ডির তদন্তে সহযোগিতা করার জন্য দিল্লী যাননি কারন তাঁর শিশুদের জন্য ওই সফর ছিল ঝুঁকিপূর্ন অথচ ওই সময় তিনি ব্যক্তিগত ভাবে দিব্যি দিল্লী ঘুরে বেড়িয়েছেন, আমোদ প্রমোদ করেছেন, বিউটিপার্লারেও ঢুকেছেন!
কয়লাকান্ডে টাকা পাচারে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এমনই অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ই.ডি। দিল্লীর একটি আদালতে সমস্ত নথি পত্র জমা দিয়ে ই.ডি জানিয়েছে কী ভাবে মিথ্যাচার করা হয়েছে তাদের সঙ্গে। উল্লেখ্য এই আদালতেই মামলা চলছে কয়লাকান্ডে টাকা পাচারে অভিযুক্তদের।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

গত ১লা সেপ্টেম্বর এই মামলার তদন্তের জন্য দিল্লী ডেকে পাঠানো হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্ত্যুতরে রুজিরা ই.ডিকে চিঠি দিয়ে জানান,” আমার দুই শিশু সন্তান রয়েছে। অতিমারির সময় দিল্লী সফর অত্যন্ত ঝুঁকি পূর্ন। আমার শিশুদের জন্যও তা ঝুঁকিপূর্ন। আপনাদের কলকাতা অফিস রয়েছে আপনারা আমাকে এসে আমার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে পারেন।” ই.ডির দাবি অতিমারি ও দুই শিশুর প্রসঙ্গকে সামনে এনে আসলে ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে চাইছেন রুজিরা। আদালতে এরপরই ইডি কিছু নথি পেশ করে।

সেই নথি মোতাবেক দেখা যাচ্ছে আগষ্ট মাসেই দিল্লী এসেছিলেন রুজিরা এবং কাটিয়ে গেছেন আগষ্টের শেষ সপ্তাহ অবধি। দিল্লীতে এসেছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। ঘুরেছেন একাধিক পর্যটন কেন্দ্র, দিল্লী লাগোয়া হিল স্টেশনেও সময় কাটিয়েছেন,বিউটি পার্লারে গেছেন। ই.ডির প্রশ্ন যিনি নিজের কাজে ও ভ্রমনের জন্য দিল্লী আসতে পারেন তিনি ওই একই সময়ে তদন্তকারী সংস্থার তলবকে ঝুঁকিপূর্ন বলেন কী করে?

এই অভিযোগ আদালতে আনার পরই ইডি আদালতের কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানায়। সেই অভিযোগ খতিয়ে দেখার পরই আগামী ৩০শে সেপ্টেম্বর, ভাবনীপুর উপনির্বাচনের দিনই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লীতে এসে ইডির জেরার মুখোমুখি হতে বলেছে আদালত। স্বাভাবিক ভাবেই এবার হয়ত এই জেরা এড়ানো সম্ভব হবেনা রুজিরার পক্ষে। এদিকে ভাবনীপুর উপনির্বাচনের দিনই রুজিরাকে ডেকে পাঠানোয় কিছুটা উদ্বেগেই রয়েছে ব্যানার্জী পরিবার কারন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বয়ং মমতা ব্যানার্জী। টক্কর দেওয়া এই লড়াইয়ে মনোনিবেশ করার জন্য দিল্লীর দিকে মনোনিবেশ করা কিছুটা হলেও ব্যাহত হবে, উদ্বেগ থাকবে দিল্লী নিয়ে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই কর্তারা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মেনকা গম্ভীরকেও। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জিজ্ঞাসাবাদকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্র বলে বারবার সোচ্চার হয়েছেন। যদিও ইডি আদালতে দাবি করেছে, বিদেশে রুজিরা নারুলা ব্যানার্জীর আ্যকাউন্টে কয়লা চক্রের টাকা ঢোকার নির্দিষ্ট তথ্য তাদের হাতে রয়েছে। আদালতে ইডি আরওদাবি করেছে কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা একটি বেনামি সংস্থার মাধ্যমে অভিষেক জায়া রুজিরা, শ্যালিকা মেনকা গম্ভীর এবং শ্যালিকার স্বামী ও শ্বশুরের আ্যকাউন্টে টাকা ঢুকিয়েছে।

- Advertisement -
Latest news
Related news