Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Jhargram Weather: মেঘের তাড়ায় মুখ লুকাচ্ছে শীত, বছর শেষে বৃষ্টির আভাস খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে

On Monday, the first day of the week, heavy fog was observed in Kharagpur Medinipur Jhargram. According to police sources in the two districts, vehicles on the Howrah-Mumbai and Baleshwar-Raniganj national highways passing through West Midnapore district were seen parked between 4am and 6am due to fog. Due to the predominance of water vapor in the air, the effect of this fog and the reason why the winter is decreasing, the clouds are taking over the sky. Due to which the meteorological department has also forecast light rain in Kharagpur Medinipur Jhargram. According to the meteorological department, light rain is expected in the state on Tuesday and Wednesday. Light to moderate rains are expected in several districts of South Bengal on December 28 and 29. It may rain from 29th in Purulia, Bankura, West Burdwan, Birbhum, Murshidabad, Jhargam and West Midnapore.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: সোমবার, সপ্তাহের প্রথমদিনই ব্যাপক কুয়াশা নজরে এসেছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে। দুই জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে কুয়াশার দাপটে পশ্চিম মেদিনীপুর জেলার ওপর দিয়ে যাওয়া হাওড়া-মুম্বাই এবং বালেশ্বর-রানীগঞ্জ জাতীয় সড়কের গাড়ি গুলিকে ভোর ৪ থেকে সকাল ৬টা অবধি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের প্রাবল্যর কারণেই এই কুয়াশার দাপট এবং যে কারনে কমে যাচ্ছে শীত, আকাশের দখল নিচ্ছে মেঘ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পৌষের শুরুতেই শীতের মারকাটারি ব্যাটিং আর একের পর এক ওভার বাউন্ডারি রীতিমত কাঁপিয়ে দিয়েছিল বাংলাকে। গত ১০বছরের মধ্যে খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রথম পাঁচের ঘরে নেমেছিল পারদ কিন্তু বড়দিনের মুখে শীত উধাও। বড়দিনেও শীত সেই অর্থে ছিল না। পরের ২দিনে পারদ চড়েছে অনেকটাই। এর কারণ অবশ্যই পশ্চিমি ঝঞ্জা আর যা কিনা বর্ষবরণের রাতকেও গরম করতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ৩১শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। কিন্তু তারও চেয়ে বড় কথা খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গল এবং বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২৯ তারিখ থেকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গাম ও পশ্চিম মেদিনীপুরে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছে। আর এই সময় বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢুকে পড়ায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার জেরেই বৃষ্টি। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা সরলে উত্তুরে হাওয়ার প্রবেশের কথা বলছেন আবহাওয়াবিদরা।

পশ্চিমী ঝাঞ্ঝার কারণে আকাশ মেঘলা থাকবে। আর এতেই কমবে শীত৷ এদিকে বৃষ্টির সম্ভাবনায় অস্বস্তি অনেকটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারের মতই সপ্তাহের বাকি দিনগুলির সকালও একই রকম ভাবে কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকা। একই চিত্র থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। তবে বেলা বাড়তেই রৌদ্রজ্বল আবহাওয়া হবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রাম শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। যা স্বাভাবিক। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। সপ্তাহ যত এগোবে ঠান্ডা আরও কমবে।

- Advertisement -
Latest news
Related news