Saturday, July 27, 2024

Corona Vccine for Teenagers: আগামী সোমবার শুরু হচ্ছে কিশোর কিশোরীদের টিকাকরণ! নাম ​নথিভুক্ত করতে হবে ১লা জানুয়ারি থেকে

Children between 15 and 18 can register for COVID-19 vaccines on the CoWIN app from January 1 using their school ID cards, the government said Monday morning. CoWIN chief Dr RS Sharma told news agency ANI an additional slot had been created on the online platform so students could use their ID cards to register for the shots.Prime Minister Narendra Modi, on Saturday, had said children in the 15-18 age group could get their first round of Covid vaccines from January 3.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই আসছে ১৫ থেকে ১৮বছর বয়সীদের জন্য খুশির খবর। আগামী সোমবার, ৩রা জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে দেশ জুড়ে কিশোরদের করোনা প্রতিষেধক টিকাকরন। সোমবার এমনটাই জানানো হল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে স্কুলের পরিচয় পত্র থাকলে আগামী শনিবার থেকেই কোভিড টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবে ছোটরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন আগামী সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা করোনার টিকা নিতে পারবে বলে। কিন্তু সমস্যা হয়েছিল আধার কার্ড নিয়ে। ওই বয়সী যদি কারও আধারকার্ড না থাকে তবে কী হবে? সোমবার কেন্দ্র জানিয়েছে স্কুলের পরিচয় পত্র থাকলেই নাম নথিভুক্ত করতে পারা যাবে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কো-উইন প্রধান চিকিৎসক আরএস শর্মা জানিয়েছেন, কো-উইন অ্যাপের মধ্যেই ছোটদের নাম নথিভুক্ত করার জন্য একটি আলাদা স্লট তৈরি করা হয়েছে। আধার কার্ড না থাকলে এই স্লটে ঢুকে ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলের পরিচয় পত্রের সাহায্যে নাম নথিভুক্ত করতে পারবে। ছোটদের আধার কার্ড না থাকলে তারা কী ভাবে টিকা নিতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিভাবকেরা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শর্মা।

শুরুতে বড়দের জন্য যেমন কোভ্যাক্সিন ও কোভিশিল্ড নামে দুটি টিকা নেওয়ার ব্যবস্থা চালু হয়েছিল তেমনই ১৫-১৮ বছরের জন্যও মূলত দু’ধরনের টিকার কথা ঘোষণা করা হয়েছে। ছোটরা নিতে পারে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন অথবা জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি। কোভ্যাক্সিন নিলে দুটি ডোজ নিতে হবে অন্যদিকে
জাইকোভ-ডি নিতে হবে তিনটি ডোজ।

এরই পাশাপাশি ৭ থেকে ১১বয়সীদের জন্য
জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতিই সেরাম ইনস্টিটিউটের তৈরি নোভাভ্যাক্সকে পরীক্ষামূলক ভাবে যাচাই করার ছাড়পত্র দিয়েছে। এই টিকাটি অবশ্য সাত থেক ১১ বছর বয়সিদের দেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে পাঁচ বছরের উর্ধ্বে থাকা শিশুদের টিকাকরণের জন্য অ্যাডাভান্সড ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হয়েছে বায়োলজিকাল ই-র কোর্বেভ্যাক্সকে। তবে এগুলি আসতে আরও কিছুটা দেরি রয়েছে। ভারতের ইমিউনাইজেশন টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক এন কে আরোরা জানিয়েছেন, কমবয়সিদের উপর কোভ্যাক্সিনে পরীক্ষায় ভাল ফল পাওয়া গিয়েছে। ভারত বায়োটেক আগেই জানিয়েছিল, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিনের ফর্মুলা বদলানো হয়নি।

- Advertisement -
Latest news
Related news