Saturday, July 27, 2024

Kharagpur Train Time: রবিবার খড়গপুর থেকে প্রথম লোকাল ছাড়বে ভোর 03.05 , মেদিনীপুর থেকে সকাল 06.15 ! বালিচক, পাঁশকুড়া কখন কোথায় কোন ট্রেন জেনে নিন

The first local train from Kharagpur to Howrah will leave at 03.05 am. The next locals will leave at 05.25 am and 7.45 am. These trains will stop at all the stations up to Panskura. So there is no problem to catch trains from Jakpur, Madpur, Shyamchak, Balichak to Panskura. The first train will leave Midnapur at 06.15 am.and reach Howrah at 21.10. After that the locals leaves 6.35, 13.00, 14.25, 15.28 and 17.55 .One thing to keep in mind is that the next train after 06.35 am is at 1 pm and the last local form Midnapur is leave 17.55. after that there is no local towards Kharagpur. This local also the last local form Kharagpur towards Howrah which supposed to be leave from khargapur at 18.30pm. Trains departing from Medinipur can be used by all passengers up to Panshkura including Girimaydan, kharagpur, balichak etc. On the other hand the first train from Howrah to Kharagpur, Girimoydan, Medinipur, Mecheda, Panshkura and Balichak will run at 2.45 am which is on arrival at Medinipur on 5.45 am. The next train will leave Howrah for Kharagpur at 3.30 am and reach Kharagpur at 6.10 am. After that trains from Howrah to Medinipur will leave one by one till 8.50, 9.45, 10.30, 13.30, 17.50, 18.40. In the middle of this, a train will leave for Kharagpur at 16.25. This means that the last local train of the day from Howrah will be available at 6.40 pm.

- Advertisement -spot_imgspot_img
আপ ট্রেন টাইম

নিজস্ব সংবাদদাতা: পাঁচ মাস পর অবশেষে স্বস্তির খবর নিত্যযাত্রীদের জন্য। শুক্রবার রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেন (Local Train) পরিষেবা স্বাভাবিক করার নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার পরই দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধাপে ধাপে ট্রেন চালু করা হবে। আপাতত রবিবার থেকে মোট ৪৮ টি ইএমইউ ট্রেন চালু হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। মূলত হাওড়া- খড়গপুর- মেদিনীপুর, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-হলদিয়া, সাঁতরাগাছি-আমতা, তমলুক-দিঘা লাইনে চলবে এই ট্রেনগুলি। আপ লাইনে ২৩ টি ও ডাউন লাইনে চলবে ৩৫ টি ট্রেন। আমরা আপনাদের জানাচ্ছি মেদিনীপুর, খড়গপুর , পাঁশকুড়া, মেছেদার মত স্টেশনগুলিতে কখন হাওড়া যাওয়ার বা হাওড়া থেকে আসার ট্রেন পাবেন তার বিস্তারিত সময়সূচী।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

হাওড়া থেকে মেছেদা, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর ও মেদিনীপুর আসার প্রথম ট্রেন পাবেন রাত 2.45 যা মেদিনীপুরে এসে পৌঁছনোর সময় 5.45। হাওড়া থেকে পরের ট্রেন ছাড়বে খড়গপুরের উদ্দেশ্যে ভোর 3.30 খড়গপুরে এসে পৌঁছাবে 6.10। এরপর হাওড়া থেকে মেদিনীপুর অবধি একে একে ট্রেন গুলি ছেড়ে আসবেনা 8.50, 9.45, 10.30, 13.30, 17.50, 18.40 অবধি। এর মাঝখানে খড়গপুর অবধি একটি ট্রেন ছেড়ে আসবে 16.25 সময়ে। যার অর্থ লোকাল ট্রেনে মেদিনীপুর অবধি পাঁশকুড়ার পরের স্টেশনগুলির যেমন হাউর, রাধামোহনপুর, বালিচক, মাদপুর, খড়গপুর, গোকুলপুর ইত্যাদি সমস্ত স্টেশনের যাত্রীরা হাওড়া থেকে দিনের শেষ ট্রেন পাবেন সন্ধ্যা 6.40 সময়ে। এই ট্রেনটি পাঁশকুড়ার পর মেদিনীপুর অবধি সমস্ত ট্রেন ধরবে।

ডাউন ট্রেন টাইম

পাঁশকুড়ার যাত্রীরা এর বাইরে হাওড়া থেকে সকাল 6.45, বিকাল 15.08 লোকাল পাবেন। পাঁশকুড়ার যাত্রীরা আরও একটি লোকাল পাবেন সাঁতরাগাছি থেকে এটি সন্ধ্যা 18.15 ছেড়ে আসবে। মেছেদার যাত্রীরা এর বাইরে হাওড়া, সালিমার ও সাঁতরাগাছি থেকে ৪টি ট্রেন পাবেন। ট্রেনগুলি হাওড়া থেকে সন্ধ্যা 15.40, সালিমার থেকে বেলা 10.35 এবং সাঁতরাগাছি থেকে সকাল 6.10 ও বিকাল 16.55 টায় ছেড়ে আসবে।

খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেন প্রথম ছাড়বে ভোর 03.05 সময়ে। পরের ট্রেনগুলি ছাড়বে ভোর 05.25 এবং সকাল 7.45 সময়ে। 2 ঘন্টা 40 মিনিট পরে হাওড়া পৌঁছাবে। এই ট্রেন গুলি পাঁশকুড়া অবধি সমস্ত স্টেশনেই দাঁড়াবে। সুতরাং জকপুর, মাদপুর, শ্যামচক, বালিচক থেকে পাঁশকুড়া কারুই সমস্যা নেই ট্রেনগুলি ধরতে। মেদিনীপুর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল 06.15। এরপর একে একে 6.35, 13.00, 14.25, 15.28 এবং 17.55 সময়ে শেষ ট্রেন ছেড়ে হাওড়া পৌঁছাবে 21.10। একটা জিনিস নজরে রাখবেন সকাল 06.35 য়ের পর পরের ট্রেন একেবারে বেলা ১টায়। মেদিনীপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলি পাঁশকুড়া অবধি সমস্ত যাত্রীরাই ব্যবহার করতে পারবেন।

ওই ট্রেনগুলির বাইরে পাঁশকুড়া স্টেশন থেকে ভোর 04.35 ও সকাল 08.55 হাওড়া লোকাল ছাড়বে। মেছেদার যাত্রীরা সকাল 06.20 ও দুপুর 13.35 হাওড়াগামী লোকাল ছাড়বে। এর বাইরে যাঁরা দিঘা বা হলদিয়া যেতে চান তাঁরা জেনে রাখতে পারেন হলদিয়া থেকে ২টি লোকাল ট্রেন সকাল 06.00 এবং বিকাল 17.15তে হলদিয়া ছেড়ে হাওড়া যাবে। মোটামুটি দেড়ঘন্টা লাগে পাঁশকুড়া পৌঁছাতে। সেই হিসাবে পাঁশকুড়া থেকে এই দুটি ট্রেনে হাওড়ার উদ্দেশ্যে কেউ যেতে পারে। দিঘা থেকে একটি লোকাল সকাল 6.00 সময়ে ছেড়ে 08.30পাঁশকুড়া পৌঁছাবে। হলদিয়াগামী ট্রেন হাওড়া থেকে সকাল 05.45 ও সন্ধ্যা 6.00 সময়ে ছেড়ে আসবে। অন্যদিকে পাঁশকুড়া থেকে দিঘাগামী ট্রেন পাওয়া যাবে সন্ধ্যা 19.30 আর মেছেদা থেকে একটি দিঘাগামী ট্রেন ছেড়ে আসবে সকাল 8.00 টায়।

কোন লাইনে কটি ট্রেন, একনজরে:                           আপ লাইনের ট্রেন
হাওড়া- মেদিনীপুর লাইনে ৭টি, হাওড়া- পাঁশকুড়া লাইনে ২ টি, সাঁতরাগাছি- পাঁশকুড়া লাইনে ১ টি, হাওড়া- আমতা লাইনে ২টি, হাওড়া- হলদিয়া লাইনে ২টি, হাওড়া- খড়গপুর লাইনে ২টি, হাওড়া- মেচেদা লাইনে ১টি, সাঁতরাগাছি- মেচেদা লাইনে ২টি, পাঁশকুড়া- দিঘা লাইনে ১টি, মেচেদা -দিঘা লাইনে ১টি ও শালিমার- সাঁতরাগাছি লাইনে ১টি ট্রেন চলবে।

ডাউন লাইনের ট্রেন মেদিনীপুর- হাওড়া লাইনে ৬টি, পাঁশকুড়া – হাওড়া লাইনে ২ টি, মেচেদা- হাওড়া লাইনে ২ টি, বাগনান- হাওড়া লাইনে ১ টি, আমতা- হাওড়া লাইনে ২ টি, খড়গপুর – হাওড়া লাইনে ৩ টি, হলদিয়া- হাওড়া লাইনে ২টি, দিঘা- পাঁশকুড়া লাইনে ১টি, পাঁশকুড়া – সাঁতরাগাছি লাইনে ১টি, সাঁতরাগাছি- শালিমার লাইনে ২ টি, দিঘা- মেচেদা লাইনে ১টি, মেদিনীপুর- খড়গপুর লাইনে ১টি ও মেচেদা- সাঁতরাগাছি লাইনে ১টি ট্রেন চলবে।

- Advertisement -
Latest news
Related news