Saturday, July 27, 2024

Kharagpur Rly Division RPF: ফের ইতিহাস আরপিএফের, ফের সেই মেদিনীপুর স্টেশন! চলন্ত ট্রেনের তলায় চলে যাওয়ার হাত থেকে বৃদ্ধকে বাঁচিয়ে হিরো সন্দীপ

According to railway sources, 72-year-old Badal Nag, a resident of Karanjai village of Dantan in West Midnapore. Panshakura was going. He left the 38808 Down Medinipur Howrah train while standing on the platform. The incident took place at 6.43 pm on Thursday on platform number two of the station. Badal Babu was trying to catch the gate of the train very casually. But he slipped and fell on the platform. Badal was entering the floor of the train. Just then Sandeep ran to save him. In the end, Sandeep was able to bring Badal back from the brink of death. The driver stopped the train on the instructions of the guard as soon as the incident was noticed. The old man was then handed over on the same train. The old man was shocked at the whole incident. He was so stunned that he forgot to thank Sandeep. Note that this is exactly what happened on 21st February 2020 on Medinipur platform. Even in the evening While boarding the moving train, Sujoy Ghosh, a drug dealer from Barobetia in Kharagpur city, sat down to melt the gap between the platform and the train. According to railway sources, the forty-three-year-old passenger fell into the gap between the platform and the train while getting on the train. His head hurts. He was rescued by an RPF jawan.

- Advertisement -spot_imgspot_img
First attempt of sandip

নিজস্ব সংবাদদাতা: আরও একবার ইতিহাস ফিরে এল মেদিনীপুর রেলস্টেশনে আর সেই ইতিহাসের নায়ক আরও একবার সেই রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF! ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর রেল স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফস্কে পড়ে গিয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনের তলায় গলে যাওয়ার হাত থেকে এক যুবককে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এক RPF জওয়ান।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
2nd attempt but copassenger initiative obstructed Sandip

প্রায় এক বছর পর ২০২১ নভেম্বরের ১১ তারিখ বৃহস্পতিবারে ফের ঠিক একই ভাবে চলন্ত ট্রেনের তলায় চলে যাওয়ার হাত থেকে এক বৃদ্ধকে রক্ষা করলেন আরেক RPF জওয়ান। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর স্টেশনের সেই দুঃসাহসিক ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে দক্ষিণপূর্ব রেলের পক্ষ থেকে। আর স্যালুট জানানো হয়েছে মেদিনীপুর স্টেশনের কর্তব্যরত RPF কনস্টেবল সন্দীপ ধলকে।

রেলের প্রকাশিত সেই সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গেছে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফস্কে গিয়ে মেদিনীপুর স্টেশনের প্ল্যাটফর্মে গড়াতে গড়াতে ক্রমশঃ একসময়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখান দিয়ে লাইনের ভেতরে গলে যাচ্ছেন ওই বৃদ্ধ। ট্রেনের ঠিক তলায় ঢুকে যাওয়ার আগে বৃদ্ধকে প্লাটফর্মে টেনে তুলে আনলেন এক আরপিএফ জওয়ান। সেই জওয়ানের নামই সন্দীপ ধল যিনি প্রায় শুরু থেকেই বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ঘটনাক্রমে আরও এক যাত্রী ওই বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করায় একটি অনুপপত্তি ঘটে যায়।

Now Sandip jumped over the paasenger and about to approach the fallen old man

সন্দীপ আর ওই বৃদ্ধের মধ্যে ঢুকে পড়েন সেই যাত্রী যুবক। তিনিও চেষ্টা করেন বৃদ্ধকে বাঁচাতে কিন্তু তিনিও গড়িয়ে প্ল্যাটফর্মে পড়ে যান। এরপরই সন্দীপকে দেখা যায় ওই ব্যক্তিকে লাফ মেরে অতিক্রম করে সন্দীপ ছুটে এসে ধরে ফেলেন লাইনে তলিয়ে যাওয়ার পথে বৃদ্ধকে। বৃহস্পতিবার এমনই রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর স্টেশন।

The old man about to slipped under the platform

রেল সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের করঞ্জাই গ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী বাদল নাগ। পাঁশকুড়া যাচ্ছিলেন। তিনি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তখন ওই 38808 ডাউন মেদিনীপুর হাওড়া ট্রেনটি ছেড়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা 6.43 নাগাদ ঘটনাটি স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে। বাদল বাবু খুব ক্যাজুয়ালি ট্রেনের দরজার গেট ধরে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু হাত ফসকে গিয়ে তিনি ছিটকে পড়েন প্ল্যাটফর্মে। ট্রেনের তলার ঢুকে যাচ্ছিলেন বাদল।

Sandip snached the old man from death

ঠিক সেই সময়েই সন্দীপ ছুটে যান তাঁকে রক্ষা করতে। শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে বাদলকে ফিরিয়ে আনতে সক্ষম হন সন্দীপ। ঘটনাটি নজরে আসার পরই গার্ডের নির্দেশে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর ওই ট্রেনেই তুলে দেওয়া হয় বৃদ্ধকে। গোটা ঘটনায় হকচকিয়ে যান বৃদ্ধ। এতটাই স্তম্ভিত হয়ে যান যে সন্দীপকে কৃতজ্ঞতা জানাতেও ভুলে যান তিনি।

উল্লেখ্য ২০২০ সালের ২১শে ফেব্রুয়ারি ঠিক এরকমই ঘটনা ঘটে মেদিনীপুর প্ল্যাটফর্মে। সেদিনও সন্ধ্যা বেলায়
চলন্ত ট্রেনে ওঠার সময়, প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁক গলে পড়ে যেতে বসেছিলেন খড়গপুর শহরের বারোবেটিয়ার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী সুজয় ঘোষ। রেল সূত্রে খবর, ট্রেনে ওঠার সময়, হাত ফসকে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁক গলে পড়ে যান বছর তেতাল্লিশের ওই যাত্রী। তাঁর মাথায় আঘাত লাগে। কোনওমতে তাঁকে রক্ষা করেন এক আরপিএফ জওয়ান।

 

- Advertisement -
Latest news
Related news