Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Jhareram Weather: ভিলেন জোড়া পশ্চিমী ঝঞ্জা! খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে এক লাফে ৩ ডিগ্রী পিছিয়ে গেল শীত, বড়দিনে থাকছেনা হিমের আমেজ

The villain is the western strom due to which the winter mercury in Kharagpur Medinipur jumped 3 degrees above. The amount of cold has been decreasing for the last 2 days. At the beginning of the week, Kharagpur Medinipur Jhargram felt the best cold of the decade. The minimum temperature dropped to 5.90 degrees Celsius. On Tuesday, it rose one degree to 6.94. But Wednesday's minimum temperature rose further to 9.64 degrees Celsius. As a result, the signs of stopping have become clear. And Christmas is coming in just 1 day interval. On that Christmas, Kharagpur, Medinipur, Jhargram is going to be the center of winter. In the mild winter, you have to rely on the picnic on the Kansai bank. It is unknown at this time what he will do after leaving the post. But will that winter be able to accumulate a picnic on the first of January? This is the question of lakhs of rupees now.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ফের ভিলেন সেই পশ্চিমী ঝঞ্জাই যার জেরে খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রামে এক লাফে শীতের পারদ চড়ে গেল ৩ ডিগ্রী ওপরে। গত ২দিন ধরে কমছে ঠান্ডার পরিমান।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
জঙ্গলমহলের একটি পরিবার

আর মাত্র ১দিনের ব্যবধানে আসছে বড়দিন কিন্তু উৎসবের বড়দিনে জাঁকিয়ে শীত নয় বরং জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। তাপমাত্রা বাড়বে স্বাভাবিক এর উপরে। ডিসেম্বরেই দিনের বেলা কার্যত শীত উধাও হবে।

পশ্চিম মেদিনীপুর জুড়েই বৃহস্পতিবার সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ হয়ে যায়। কিন্ত গত ২দিনের মত শীতের কাঁপুনি মালুম হয়নি ততটা। সপ্তাহের শুরুতেই দশকের সেরা ঠান্ডা অনুভব করেছিল খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 5.90 ডিগ্রী সেলসিয়াসে। মঙ্গলবার তা এক ডিগ্রী বেড়ে 6.94 হয়ে যায়। কিন্তু বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে 9.64 ডিগ্রী সেলসিয়াস হয়েছে। ফলে থমকে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার সকালের আপাত উষ্ণতা মালুম করাচ্ছে আজ আরও বাড়ছে তাপমান।

দেখা যাচ্ছে শুধু সর্বনিম্ন নয়, তাপমাত্রা বেড়েছে ওপরের দিকেও। সোমবারের তুলনায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রাও লাফ দিয়েছে ৩ডিগ্রী ওপরে। সোমবার রেকর্ড পরিমান নেমে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল 21.1 ডিগ্রী সেলসিয়াসে। বুধবার তা বেড়ে হয়েছে 24.23 ডিগ্রী। গত তিন ধরে বাড়ছে দিনের গড় তাপমাত্রাও। যা সোমবার 12.92 ডিগ্রী সেলসিয়াস ছিল তা মঙ্গলবার হয়েছে 14.41 ডিগ্রী। আর বুধবার আরও বেড়ে 16.05 ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে গেছে। বৃহস্পতিবারও তা আরও ২/৩ডিগ্রী বাড়ছে বলেই মালুম হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর প্রধান কারণ দু’দুটি পশ্চিমি ঝঞ্জা। এই দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। একের পিঠে আরেকটা হয়ে পরপর শুক্রবার ও রবিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন । আটকে যাবে অবাধ উত্তুরে হাওয়া। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়।

এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এতটাই যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং -র পার্বত্য এলাকায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমের উঁচু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারতের ওড়িশা সহ মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে।

সবমিলিয়ে বড়দিনে শীতের আমেজ পন্ড হতে চলেছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে। হালকা শীতেই ভরসা করতে হবে কাঁসাই পাড়ের পিকনিকের। এই পশ্চিমি ঝঞ্জার প্রকোপ ক’দিন থাকছে বলা যাচ্ছেনা তবে ঝঞ্জা কাটলে ফের ঝাঁপাবে শীত। তবে সেই শীত কি পয়লা জানুয়ারির পিকনিক জমাতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

- Advertisement -
Latest news
Related news