Saturday, July 27, 2024

CBI Arrested TMC Leader: এবার পুরসভার তৃনমূল চেয়ারম্যানের বাড়িতে টাকার পাহাড়! গ্রেফতার করল CBI

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার আরেক তৃনমূল নেতা গ্রেফতার হলেন সিবিআইয়ের (CBI) হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া ওই তৃনমূল নেতা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। শুক্রবার চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে বলেও খবর। সূত্রের খবর, ‘সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড সংস্থা’র দুর্নীতি মামলায় রাজু অভিযুক্ত ছিলেন। শুক্রবার রাজুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে একটি অগ্নেয়াস্ত্রও। উদ্ধার হওয়া ওই অস্ত্রটি একটি দেশি পিস্তল বলেই জানা গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শুধু তাই নয় কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থার একটি সূত্র দাবি করেছে, তল্লাশি চালিয়ে ওই নেতার আরও কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে সম্পত্তির ‘ডিড’। তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তৃণমূল কাউন্সিলরের প্রচুর টাকা রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। উল্লেখ্য হালিশহরের  সিপিএম নেতা এবং কাউন্সিলর ছিলেন লক্ষ্মণ সাহানির ছেলে রাজু বাবার দলের বদলে যোগ দিয়েছিলেন শাসকদলে। পরে তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত হয়ে ওঠেন।

আর্থিক প্রতারণা মামলায় রাজুকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই হালিশহর পুরসভায় আসা বন্ধ করে দিয়েছিলেন রাজু। হালিশহর বেশ কয়েক দিন ধরেই তাঁর চেয়ারম্যানের দেখা পাচ্ছিল না। নিউটাউনের ফ্ল্যাটে গা ঢাকা দিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। হালিশহরের ২ বারের চেয়্যারম্যান তিনি। গত পুরভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

বহু জায়গা থেকে

তোলা টাকায় হালিশহরে গঙ্গার ধারে রাজু বাগানবাড়ি বাড়িয়েছিলেন বলে অভিযোগ। সানমার্গ চিট ফান্ডের নামে হালিশহরের চেয়ারম্যান টাকা তোলে বলে অভিযোগ। সেই টাকায় হালিশহর ছাড়াও কলকাতার একাধিক জায়গায় সম্পত্তি বানিয়েছিলেন বলে অভিযোগ।

রাজুর গ্রেফতারির ঘটনায় এ পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

- Advertisement -
Latest news
Related news