Saturday, July 27, 2024

Police assault: পুলিশ সুপারের দপ্তরেই মহিলা পুলিশ আধিকারিকের কলার চেপে আছড়ে ফেলল যুবক! দপ্তর ছেড়ে পালিয়ে রক্ষা পেলেন আধিকারিক, গ্রেপ্তার ৪

- Advertisement -spot_imgspot_img

নিউজ ডেস্ক: খোদ পুলিশ সুপারের দপ্তরেই এক মহিলা পুলিশ আধিকারিকের ওপর হামলা চালালো চার যুবক। গোটা ঘটনায় চোখ কপালে উঠেছে আলিপুরদুয়ার বাসীর। যদি পুলিশ সুপারের দপ্তরেই এমন ঘটনা ঘটোনোর স্পর্ধা দেখায় তবে অন্যত্র তারা কী করতে পারে ভেবে শিউরে উঠেছেন অনেকেই। আবার নিন্দায় সরব হয়েছেন অনেকেই। জানা গেছে হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের দপ্তরের চত্বর ছেড়ে দৌড়ে পালাতে হয় ওই আধিকারিক। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটল আলিপুরদুয়ার পুলিশ সুপারের দপ্তরে। ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ১।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

সূত্রের খবর সম্প্রতি এক তরুণী আলিপুরদুয়ার সাইবার থানায় অভিযোগ করেন, তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে অশালীন ছবি পোস্ট করছে কেউ। অভিযোগ পেয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। ফেসবুকের তরফে পুলিশকে দেওয়া হয় একটি ফোন নম্বর। সেই ফোন নম্বরে ফোন করে অভিযুক্তকে তলব করেন আধিকারিকরা।

মঙ্গলবার দুপুরে চার বন্ধুকে নিয়ে পুলিশ সুপারের দপ্তরে পৌঁছায় অভিযুক্ত। সাইবার পুলিশ থানার এক মহিলা আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরই মধ্যে হঠাৎ মহিলা আধিকারিককে কলার ধরে চেয়ার থেকে মেঝেতে আছড়ে ফেলে অভিযুক্ত যুবক ও তার এক বন্ধু। কোনওক্রমে উঠে দপ্তর ছেড়ে পড়িমরি করে পালান তিনি। এদিকে ওই মহিলা আধিকারিকের আর্ত চিৎকারে অন্য পুলিশকর্মীরা এসে ৫ জনকে কাবু করেন। এর পর শুরু হয় পুলিশের মার। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে এক অভিযুক্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পুলিশের হাত থেকে পালায় ১ জন।

অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে এই অভিযুক্তরা এত সাহস পেল বা তাদের পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের মদত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে আরেক অভিযুক্তের খোঁজেও জোর তল্লাশি চালানো হচ্ছে।

- Advertisement -
Latest news
Related news