Saturday, July 27, 2024

Digha Motor Boat Sank: সমুদ্র উত্তাল, ভুটভুটি ডুবি দিঘায়! নামখানা থেকে মৃত্যুর সাথে লড়াই, দিঘায় এসে মৃত্যুঞ্জয় ৬ মৎসজীবী

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শেষ অবধি মৃত্যুকে জয় করলেন ৬ মৎসজীবী। মৃত্যু যাঁদের জীবনের প্রতিটি পাতায় লেখা এবার অন্ততঃ বেঁচে গেলেন তাঁরা। শনিবার বাড়ি থেকে বেরিয়েই যে উত্তাল সমুদ্রের মধ্যে পড়েছিলেন তাঁরা সেই লড়াই শেষ হল মঙ্গলবার, দিঘার মোহনায় এসে। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে একটি যন্ত্র চালিত নৌকা নিয়ে মৎস্য শিকারের জন্য বেরিয়ে ছিলেন। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তারা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এরই মধ্যে সমুদ্রে দুর্যোগ পূর্ণ আবহাওয়া আরম্ভ হয়।সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস হতে শুরু করে।তারা কোন ক্রমে সমুদ্রের ঢেউতে ভাসতে ভাসতে দিঘাতে এসে পড়েন। দীঘাতেও ব্যাপক জলোচ্ছ্বাস তাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখা গেছে। প্রায় ৭২ ঘন্টা পরে মাটির মুখ দেখেও আতংক মুছে যায়নি তাঁদের মুখ থেকে।

জানা গেছে বিকল হওয়া নামখানার ভুটভুটিতেই ভেসে আসেন ৬মৎসজীবী কিন্তু দিঘা উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাসের কবলে পড়ে পাথরে ধাক্কা দিয়ে উল্টে যায় সেটি। পাথরে ধাক্কায় ভুটভুটির নিচের পাটাতন খুলে জল ঢুকে যায় খোলের ভেতর। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার করেন যন্ত্রচালিত নৌকায় থাকা ভক্ত বর্মন, সাইফুদ্দিন মোল্লা, প্রশান্ত সর্দার, খুরশেদ খান, পঞ্চানন মুনিয়ান এবং স্বপন মন্ডল নামের ৬ মৎস্যজীবীকে।
এঁরা প্রত্যেকেই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুরের বাসিন্দা।

আগে থেকেই আবহাওয়া দপ্তরের ঘোষণা ছিল যে অমাবস্যা কোটালে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় প্রবল বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্র উত্তাল হতে পারে। শনি থেকেই মৎস্যজীবীদের মৎস্য শিকারের জন্য সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল। তাস্বত্ত্বেও কেন এরা সমুদ্র গমন করেছিলেন সেটাই আশ্চর্যের। মৎসজীবীরা জানিয়েছেন, সমুদ্রে পড়েই তাঁরা বিপর্যয়ের অভিঘাত টের পেয়ে প্রানপনে ফিরতে থাকেন। সমুদ্র এতটাই উত্তাল হয়ে পড়ে যে ইচ্ছে মত সেটি চালানো যাচ্ছিলনা।স্রোতের ওপর নির্ভর করে কোনও রকম কাছাকাছি তীরে ফেরার লড়াই চালান। সোমবার বিকেলে নাগাদ বিকল হয়ে যায় এই যানটি। তখন তাঁরা দিঘা থেকে আড়াই ঘন্টা আগে ছিলাম। স্রোত এতটাই প্রবল হয় যে নোঙর করাও যাচ্ছিলনা।

তারপর ভাসতে ভাসতে দিঘা। কিন্তু এখানে এসে আরেক বিপত্তি। পাড়ের কাছে এসে উত্তাল জলোচ্ছাসে ভুটভুটি আছড়ে পড়ে পাথরের চাঁইয়ের ওপর। এরপর প্রাণ বাঁচাতে ভুটভুটি ছেড়ে সমুদ্রে ঝাঁপ দেন তাঁরা। কিন্তু সেখানেও জলোচ্ছাস তুলে তাঁদের ফেলতে থাকে পাথরের ওপর। চারজন আহত হন পাথরের আঘাতে। তাঁদের দিঘা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। দিঘা পুলিশ জানিয়েছে যন্ত্র চালিত নৌকায় থাকা ৬ জন মৎসজীবীকেই উদ্ধার করা হয়েছে।উদ্ধার করা হয়েছে যন্ত্রচালিত নৌকাটিও। দ্রুত তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

- Advertisement -
Latest news
Related news