Saturday, July 27, 2024

WB By-Election: ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন! উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

- Advertisement -spot_imgspot_img

নিউজ ডেস্ক: অবশেষে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। গত কয়েকমাস ধরেই এই নির্বাচনের প্রত্যাশায় ছিলেন রাজ্যবাসী। কারন স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনে। এই বিধানসভা নির্বাচনে তৃনমূলের ব্যাপক জয় আসলেও মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন। নন্দীগ্রামে সেই পরাজয় হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে। সেই লজ্জ্বার জবাব দিতে এবার ভাবনীপুর থেকে লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনের দিন ঘোষণার পরই আগামী রবিবার থেকে পাঁচদিনের উত্তরবঙ্গ সফর বাতিল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের।  নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এদিকে আগে থেকেই উত্তরের পাঁচটি জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। তবে ভোটের দিন ঘোষণা হতেই মমতার উত্তরবঙ্গ সফর আপাতত বাতিল করা হয়েছে। এমনটাই খবর নবান্ন সূত্রে। বদলে রবিবার থেকেই  ভবানীপুর থেকে তৃনমূল কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়বেন  মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এখন প্রত্যাশিত।এবারের ভোটে ভবানীপুর আসন থেকে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু তিনি পদত্যাগ করায় সেই আসনটি শূন্য হয়ে গিয়েছে। এবার আগামী ৩০ সেপ্টে নবান্ন সূত্রে খবর, উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চাননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে রবিবার বাগডোগরায় পৌঁছনর কথা ছিল মুখ্যমন্ত্রীর। এরপরের দিন থেকেই একেবারে ঠাসা কর্মসূচির কথা ছিল। একের পর এক জেলার সঙ্গে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করতেন মুখ্যমন্ত্রী । সেই নিরিখে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছিল প্রশাসনিক স্তরে। কিন্তু সেই কর্মসূচি অনিশ্চিত হয়ে গিয়েছে। কার্যত ভোটের দিন ঘোষণার জেরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর তড়িঘড়ি বাতিল করা হয়েছে।

রাজ্যে বিগত বিধানসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। এই দুই আসনেও একই দিনে নির্বাচন হবে। ফল ঘোষণাও হবে একই দিনে।
কমিশন জানিয়েছে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই করা হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ সেপ্টেম্বর বলে জানিয়েছে কমিশন।

ভবানীপুরের পাশাপাশি উপনির্বাচন হওয়ার কথা উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনায় গোসাবায়। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সেখানে জিতেছিল তৃণমূল। বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা গিয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এ ছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। কিন্তু সেই চার কেন্দ্রে এখনও উপনির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধেই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

- Advertisement -
Latest news
Related news