Saturday, July 27, 2024

Digha: দিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা! জাতীয় সড়কের ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

A bike rider died on the way back to Kolkata from Digha in a tragic accident. It is learned that the man fell about 25 feet from the top of the Chandipur flyover on the 116B National Highway from Nandakumar to Digha. Earlier, the rider of the bike collided head-on with a Swift Desire on the flyover. The driver of the four-wheeler was also injured in the accident on Friday afternoon. He was admitted to Tamluk District Hospital. According to police sources, the deceased was identified as Debashis Sengupta, 40, a resident of Jadavpur in Kolkata. Debashis, a medical representative by profession, was returning home from Digha on a bike that day. He was riding his bike very fast. The accident took place after the bike got on the Chandipur flyover. At that time, the speeding Swift Deseire coming from the opposite direction lost control and hit his bike. Debashis fell off the bike and flew off the guardwalk top of the flyover. He died on the spot.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা : মর্মান্তিক দুর্ঘটনায় দিঘা থেকে কলকাতা ফেরার পথে মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গেছে নন্দকুমার থেকে দিঘাগামী ১১৬ বি জাতীয় সড়ক অবস্থিত চণ্ডিপুর ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে প্রায় ২৫ফুট নীচে পড়ে যান ওই ব্যক্তি। তার আগে অবশ্য ফ্লাইওভারের ওপরেই একটি একটি সুইফট ডিজায়ার গাড়ির সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় ওই বাইক আরোহীর। শুক্রবার দুপুরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই চারচাকা গাড়িটিরও চালক। তাঁকে ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে জানা গেছে , মৃত বাইক আরোহীর নাম দেবাশিস সেনগুপ্ত (৪০) কলকাতার যাদবপুরের বাসিন্দা তিনি। পেশায় মেডিক্যাল রিপ্রেজেনটিটিভ দেবাশিস এদিন বাইক চালিয়ে দিঘা থেকে বাড়ি ফিরছিলেন। বেশ দ্রুতগতিতেই বাইক চালিয়ে যাচ্ছিলেন তিনি। বাইক নিয়ে চণ্ডিপুর ফ্লাইওভারের ওপর ওঠার পরই ঘটে দুর্ঘটনা। সে সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির সুইফট ডিজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকের সমানে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে একপ্রকার উড়ে গিয়ে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে নিচে রাস্তায় পড়ে যান দেবাশিস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

চণ্ডিপুর থানার ওসি দীপককুমার আচার্য্য বলেন, ‘ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক দ্রুতগতিতে থাকার কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। গাড়ির ধাক্কায় বাইক আরোহী ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে নিচে পড়ে মারা যান।’ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃতের বাড়িতে খবর পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে রাতেই কলকাতা থেকে ছুটে এসেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা। গার্ডওয়াল টপকে নীচে পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত ওই জাতীয় সড়ক ব্যবহারকারীরা গার্ড ওয়াল ঘিরে স্টিলের উঁচু নেট লাগানোর দাবি করেছেন। তাঁদের মতে ব্যস্ততম এই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেই থাকে। অনেকে দুর্ঘটনার পরও আহত হয়ে বেঁচে যান কিন্তু অত উঁচু থেকে নীচে পড়লে আর তো বাঁচার সম্ভাবনাই থাকেনা।

- Advertisement -
Latest news
Related news