Saturday, July 27, 2024

Kharagpur Protest: কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে খড়গপুরে রাস্তায় নেমে প্রতিবাদ পড়ুয়াদের! OT রোডে থমকে গেল যান

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর কলেজে বাড়তি ফি কমানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় খড়গপুর শহরে ঢোকার ও প্রবেশের ওড়িশা ট্রাংক রোড। পড়ুয়াদের দাবি রাতারাতি একলাফে কলেজের ফি বাড়িয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ যা দেওয়া এই করোনা কালে সাধারণ পড়ুয়াদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বুধবার দুপুরে এই বাড়তি ফি মুকুব করার দাবি নিয়ে কলেজ অধ্যক্ষর সাথে সাক্ষাৎ করতে চান খড়গপুর কলেজের দ্বিতীয় সেমিস্টারের একাংশ পড়ুয়া। কিন্তু অধ্যক্ষের দেখা না পেয়ে কলেজের সামনে ইন্দা ওটি রোড অবরোধ করেন। এই ঘটনায় শহরে প্রবেশ ও শহর থেকে বাইরে যাওয়ার যান স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পথ অবরোধ তুলে দেয়। তারপর পড়ুয়ারা কলেজ গেটের সামনে অবরোধ করে ও ভেতরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান।

স্টুডেন্টস ইউনিটির পক্ষে কলেজ পড়ুয়া প্রদীপ দাস, ময়না নায়েক প্রমূখরা বলেন, করোনা অতিমারি পরিস্থিতিতে ফর্ম ফিলাপ বাবদ কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করছে। এটি সম্পূর্ণ অনৈতিক। অভিভাবকদের এক বিরাট অংশের হাতে যখন কাজ নেই, রুটি রুজির সংস্থান করতে হিমশিম খেতে হচ্ছে তখন এইভাবে হাজার হাজার টাকা আদায় করা পুরোপুরি অমানবিক। এরফলে বহু পড়ুয়াকে শিক্ষার আঙ্গিনা থেকে সরে যেতে হচ্ছে। তাঁদের বক্তব্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে যদি সমস্ত রকমের ফিজ মকুব করা যায় তাহলে খড়গপুর কলেজ কর্তৃপক্ষ কেন করতে পারবে না?

এদিকে খড়গপুর কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত বলেন, ফি মকুব করা কোনোভাবেই সম্ভব নয়। কারন কলেজ চালাতে বিশাল খরচ রয়েছে। আর এই খরচ পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হয়। কিছু পয়সা নিতেই হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন দ্বিতীয় সেমিস্টারের জন্য যে ফি ধার্য্য করা হয়েছে সেটি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে করা হয়েছে। অতিমারির জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। এরপরেও যদি পড়ুয়ারা ফি দিতে না চান তাহলে কলেজ চালানো যাবেনা।

- Advertisement -
Latest news
Related news