Saturday, July 27, 2024

Kharagpur: গর্ভে সাত মাসের মৃত সন্তান! খড়গপুর থেকে মেদিনীপুর আর মেদিনীপুর থেকে খড়গপুর, গৃহবধূকে নিয়ে যেন ব্যাডমিন্টন খেলল দুই হাসপাতাল

A housewife has been subjected to the ultimate inhuman harassment for 12 hours with a dead child in her womb. Although he was sent from Kharagpur Hospital to Medinipur Medical College Hospital, he had to sit in front of the medical college for hours. He was sent back to Kharagpur at night. The question is why Kharagpur Sub-Divisional Hospital sent him to Medinipur Medical and why the medical did not admit him and why Kharagpur Hospital referred him to Medinipur and sent him back to Kharagpur or Medinipur? A housewife with a dead child is like a badminton feather throwing things from this court to those court !

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: গর্ভে সন্তান মারা গেলে তার চিকিৎসার দায়িত্ব নেবেনা সরকারি হাসপাতাল! বলা হবে নার্সিংহোমে যেতে? রাজ্যজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার ঢোল বাজানো স্বাস্থ্যকর্তারা কী জানেন কী চলছে সরকারি হাসপাতাল গুলোতে? গর্ভে মৃত সন্তান নিয়ে টানা ১২ঘন্টা চূড়ান্ত অমানবিক হয়রানির শিকার হতে হল এক গৃহবধূকে। খড়গপুর হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও ঘন্টার পর ঘন্টা মেডিক্যাল কলেজের সামনে বসে থাকতে হল ওই মৃতবৎসাকে। রাতে ফের তাঁকে পাঠানো হল খড়গপুরে। প্রশ্ন উঠেছে কেনই বা খড়গপুর মহকুমা হাসপাতাল তাঁকে মেদিনীপুর মেডিক্যালে পাঠালো আর কেনই বা মেডিক্যাল তাঁকে ভর্তি নিলনা আবার যে খড়গপুর হাসপাতাল তাঁকে মেদিনীপুরে রেফার করল সেই খড়গপুরেই বা মেদিনীপুর কেন ফেরৎ পাঠালো? মৃত সন্তান ধারণ করা গৃহবধূ যেন ব্যাডমিন্টনের ফেদারের মত এ কোর্ট থেকে সে কোর্টে ছুঁড়ে মারার বস্তু!

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা গেছে খড়গপুর গ্রামীণ থানার বছর তেইশের ওই গৃহবধূ মমতা রানার বাড়ি পালঝারি গ্রামে। ৭ মাসের ওই প্রসূতির গর্ভের সন্তান নড়াচড়া করছেনা টের পেতেই পরিবারের লোকেরা বৃহস্পতিবার তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি হাসপাতালের চিকিৎসক অবশ্য জানিয়েছিলেন যে সন্তান ঠিকই আছে। চিকিৎসক আরও জানান শুক্রবার ইউএসজি করে সন্তানের সঠিক অবস্থা জানা যাবে এবং সেই মত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার ইউসিজি করা হয়। ওইদিন সন্ধ্যায় রিপোর্ট আসে গর্ভস্থ সন্তান মৃত। তাঁর জরুরি ভিত্তিতে অপারেশন করার দরকার। ইতিমধ্যেই প্রসূতির জ্বর হতে শুরু করে। কিন্তু হাসপাতালের পরিকাঠামো নেই এই কারন দেখিয়ে শনিবার তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়।

সরকারি সুবিধা নিয়েই মাতৃযান আ্যম্বুলেন্স করে প্রসূতি ও তাঁর পরিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে এসে পৌঁছায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখেন এবং ফের ইউএসজি করানো হয়। এবার চিকিৎসকরা রিপোর্ট দেখে বলে অন্ততঃ ৯৬ঘন্টা বা চারদিন আগে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলেন গর্ভে যেহেতু মৃত সন্তান রয়েছে তাই ওই মা কে হাসপাতালে ভর্তি নেওয়া হবেনা। পরিবারের দাবি চিকিৎসকরা পরামর্শ দেন কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে গর্ভপাত করিয়ে নিতে। প্রসূতির বাড়ির লোকেরা জানায় কেন তাঁরা বেসরকারি হাসপাতালে যাবেন? জবাব মেলেনি। অনেক রাত অবধি তাঁরা মেডিক্যাল কলেজের সামনেই বসে থাকেন, যদি কোনও একটা উপায় বের হয় কিন্তু শেষ অবধি কোনও উপায় বের হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ অনড় থাকেন ভর্তি না নেওয়ার নীতিতেই। ইতিমধ্যে বিষয়টি জানাজানি হতে থাকে। খবর পেয়ে সংবাদমাধ্যমের লোকেরা পৌঁছে যায় হাসপাতালে।
এবার শুরু হয় ওই গৃহবধূকে খড়গপুর হাসপাতালে ফেরানোর প্রস্তুতি। এই হাসপাতাল কর্তৃপক্ষর সাথে খড়গপুর হাসপাতাল কর্তৃপক্ষর কী কথা হয়েছে জানা যায়নি তবে খড়গপুর হাসপাতাল কর্তৃপক্ষ ফের ওই গৃহবধূকে ফিরিয়ে নিতে রাজি হয় আবার তাঁকে রাতের বেলায় ফিরিয়ে আনা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। যদিও খড়গপুর হাসপাতাল সূত্রে জানা গেছে ফিরিয়ে নিলেও অপারেশন করার পরিকাঠামো তাদের সত্যিই নেই। রবিবার সকালে হয়ত আবারও গৃহবধূকে কোথাও রেফার করা হতে পারে। এক অনিশ্চয়তা নিয়ে গৃহবধূর পরিবার। গৃহবধূর জ্বর কী মৃতসন্তান দীর্ঘক্ষণ গর্ভে থাকার কারনে সংক্রমন থেকেই এই নিয়ে দুশ্চিন্তায় পরিবার। দুশ্চিন্তা আর কত হয়রানির শিকার হতে হবে তাই নিয়েও।

- Advertisement -
Latest news
Related news