Saturday, July 27, 2024

Car fall in, Ganges with Patient: হাসপাতালে যাওয়ার পথে নৌকায় তুলতে গিয়ে গাড়ি পড়ল গঙ্গায়! গঙ্গাপ্রাপ্তি রোগীর, ঘটনায় তীব্র চাঞ্চল্য

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক ঘটনা ঘটে গেল সোমবার সকালে। এক রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রয়োজন ছিল গঙ্গা পারাপারের। তাই রেওয়াজ অনুযায়ী একটি চারচাকা তোলা হচ্ছিল নৌকায়। কিন্ত নৌকায় গাড়ি তোলার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। গাড়ি গড়িয়ে পড়ে গঙ্গায়। ফলে অন্যরা কোনও রকম বেরুতে পারলেও জলে ডুবে মৃত্যু হয়েছে রোগীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর গঙ্গার ঘাটে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা গেছে রেজিনগর থেকে শক্তিপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। তাতে ছিলেন গৌরীপুরের বাসিন্দা সারথি মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা। গাড়িটি নদী পার করার জন্য রেজিনগর ফেরি ঘাটে নৌকোয় তোলার সময় ঘটে দুর্ঘটনা। আচমকাই রোগী-সহ গাড়িটি পড়ে যায় গঙ্গায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও দুই যাত্রী কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। কিন্তু বৃদ্ধ সারথি মণ্ডলের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বের হতে পারেননি।

এদিকে বিষয়টি নজরে পড়তেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় সারথি মণ্ডলকে। তবে ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশের তরফে দেহটি পাঠানো হচ্ছে ময়নাতদন্তে। ঘটনায় শোকস্তব্ধ পরিবার।

যদিও এই ঘটনায় পারাপারের নিয়মের গাফিলতিও রয়েছে বলে মনে করছে পুলিশ। নৌকায় গাড়ি বা যান পারাপারের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী গাড়ি থেকে নেমে নৌকায় দাঁড়ানোটাই নিয়ম। তাতে দুর্ঘটনা ঘটলেও হতাহতের সংখ্যা কমে যায়। কোনও কারণে এই দুর্ঘটনা মাঝ নদীতে ঘটলে গাড়িতে থাকা মানুষদের জীবনহানির সংখ্যা অনেকটাই বেড়ে যায়। কারন গাড়ির ভেতর থেকে বেরুতেও সময় লাগে।

- Advertisement -
Latest news
Related news